promotional_ad

বোলিংয়ের শীর্ষে ফরহাদ রেজা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য শেষ হওয়া ডিপিএল টি টুয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফরহাদ রেজা। ৪ ম্যাচে ৬.১২ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তাঁর বোলিং গড় ছিল ৮.৯০। 


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি, যা এই টুর্নামেন্টে তাঁর সেরা বোলিং ফিগার। 



promotional_ad

তালিকার পরের দুটি স্থানে রয়েছেন শহিদুল ইসলাম এবং সালাউদ্দিন শাকিল। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ৪ ম্যাচে ১১ উইকেট শিকার করেছিলেন ডান হাতি পেসার শহিদুল। তাঁর ইকোনমি রেট এবং গড় যথাক্রমে ৭.২৮ এবং ৯.২৭। 


শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি পেসার শাকিল রয়েছেন তৃতীয়তে। ৪ ম্যাচে ৮.৩০ ইকোনমি রেট এবং ১৫.৪২ গড়ে ৭ উইকেট শিকার করেছেন ২৯ বছর বয়সী এই পেসার। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ২৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। 


সেরা উইকেট শিকারির তালিকায় চতুর্থতে আছেন শাইনপুকুরের সোহরাওয়ার্দি শুভ। ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার। তাঁর বোলিংয়ের ইকোনমি রেট ৭.৫০ এবং গড় ১০.০০। লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১২ রানে ২ উইকেট তাঁর সেরা বোলিং। 



সেরা পাঁচ বোলারদের মধ্যে পঞ্চমে অবস্থান করছেন উত্তরা স্পোর্টিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ২ ম্যাচে ৫ উইকেট শিকার করা এই বোলারের ইকোনমি রেট ৪.৩৩ এবং গড় ২.৬০। শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ১১তম ম্যাচে ৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। যা তাঁর সেরা বোলিং এই টুর্নামেন্টে। 


২৪ বছর বয়সী এই বোলার ১৯ রানে ৪ উইকেট শিকার করেছিলেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball