promotional_ad

সেরা পাঁচে নুরুল, রেজা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সেরা রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি টুয়েন্টি ক্রিকেট লীগের আসর শেষ করেছেন জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 


শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ব্যাটসম্যান ৪১.৩৩ গড় এবং ১৩৪.৭৮ স্ট্রাইক রেটে ৪ ম্যাচে ১২৪ রান সংগ্রহ করেছেন। শাইনপুকুরের বিপক্ষে প্রথম সেমিফাইনাল ম্যাচে ৩১ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন ২৫ বছর বয়সী নুরুল।



promotional_ad

তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ডানহাতি ব্যাটসম্যান রুবেল মিয়া। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার মাত্র ৩ ম্যাচে ৪৩ গড়ে ১২৯ রান সংগ্রহ করেছেন। ১২.৫৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রুবেলের সেরা ইনিংসটি ছিলো আবাহনী লিমিটেডের বিপক্ষে। টুর্নামেন্টের নবম এই ম্যাচে ৫৬ বলে ৪টি ছয় এবং ৭টি চারের সাহায্যে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। 


এরপর তালিকায় আছেন যথাক্রমে শুভাগত হোম, ইমতিয়াজ হোসেন এবং ফরহাদ রেজা। তৃতীয়তে থাকা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুভাগত মোট রান সংগ্রহ করেছেন ৩ ম্যাচে ১২১ রান।


যেখানে তাঁর ব্যাটিং গড় ৬০.৫০ এবং স্ট্রাইক রেট  ২৬৮.৮৮। মোহামেডানের বিপক্ষে পঞ্চম ম্যাচে ১৮ বলে অপরাজিত ৫৮ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেন তিনি। ৬টি ছয় এবং ৪টি চার হাঁকিয়েছিলেন এই ব্যাটসম্যান। 



চতুর্থতে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেনের সংগ্রহ ৪ ম্যাচে ১১০ রান। ২৭.৫০ গড় এবং ১২৬.৪৩ স্ট্রাইক রেটে এই রান সংগ্রহ করেছেন তিনি। প্রাইম দোলেশ্বর বিপক্ষে ৪৪ বলে ৫৬ রান তাঁর সেরা ইনিংস।


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ফরহাদ রেজা আছেন পঞ্চম স্থানে। ৪ ম্যাচে ৩৫.৬৬ গড় এবং ২২৭.৬৫ স্ট্রাইক রেটে ১০৭ রান সংগ্রহ করেছেন তিনি। শেখ জামালের বিপক্ষে ফাইনাল ম্যাচে ২০ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball