promotional_ad

শুন্য থেকে শুরু করার ব্রত কিউই কোচের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সফরকারী বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে শুন্য থেকে শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ গ্যারি স্টিড। 


ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিতব্য এই ম্যাচকে সামনে রেখে কিউই কোচ জানিয়েছেন দলের পারফর্মেন্সে যথেষ্ট সন্তুষ্ট তিনি। হ্যামিল্টন টেস্টে দুর্দান্ত খেলার পর উইলিয়াসনদের নিয়ে যথেষ্ট আশাবাদী স্টিড। তিনি বলেছেন,  



promotional_ad

'ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী থাকবে। এটি আরেকটি নতুন টেস্ট ম্যাচের শুরু। এটি কঠিন হবে এবং আমরা আবারও শুন্য থেকে শুরু করতে চাই। ছেলেরা আসলেই দুর্দান্ত খেলেছে এবং এটা বেশ উৎসাহব্যঞ্জক।' 


ক্রিকেটের তিন ফরম্যাটেই শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করছে নিউজিল্যান্ড, মতামত কোচের। বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেটের আগে প্রতিনিয়ত উন্নতি করার দিকেই লক্ষ্য তাঁর। অবশ্য শুধু স্টিডের চাওয়া নিজ দলের মতো অন্যান্য দলগুলোও ভালো করুক, 


'আমি মনে করি আমরা চেষ্টা করছি প্রতিটি ফরম্যাটেই শক্তিশালী হয়ে উঠতে। সামনে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আসছে এবং আমরা সেখানে ভালো করতে চাই। আমরা চাই প্রত্যেক দেশই ভালো খেলুক। আমরা যে ম্যাচই খেলি, প্রতিনিয়ত নিজেদের উন্নতি করার চেষ্টা করি। আমরা প্রতিদিন আরও ভালো হওয়ার চেষ্টা করি এবং আমাদের দলও সেটাই চায়,' বলেছেন  কিউই কোচ।



উল্লেখ্য আগামী ৮ই মার্চ সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। এরই মধ্যে প্রথম টেস্টে এক ইনিংস এবং ৫২ রানের বিশাল ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে কিউইরা। এবার বেসিন রিজার্ভে সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্যে খেলবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball