promotional_ad

ডু প্লেসিসের সেঞ্চুরিতে হেসেখেলে জিতল প্রোটিয়ারা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেসেখেলে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা লঙ্কানদের হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে অবদান রেখেছেন প্রোটিয়া দলপতি ডু প্লেসিস।


২৩২ রানের মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানেই প্রোটিয়ারা তাদের ওপেনার রিজা রেন্ডরিক্সের উইকেট হারায়। রিজার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। এরপর দ্বিতীয় উইকেটে কিপার ব্যাটসম্যান ডি কক ও ডু প্লেসিস যোগ করেন ১৩৬ রান।


মূলত এই জুটিতেই বড় জয় নিশ্চিত হয়ে যায় প্রোটিয়াদের। ৮১ রান করা ডি কককে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন ধনঞ্জয়া। এরপর তৃতীয় উইকেটে ভ্যান ডার ডুসেনকে নিয়ে আরেকটি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন ডু প্লেসিস।


তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৪ বলে ১১২ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ১ ছক্কায়। ভ্যান ডারের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩২ রান। 


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহিরের ঘূর্ণিতে নির্ধারিত ৫০ ওভারের ১৮ বল বাকি থাকতেই ২৩১ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। নিজের ১০ ওভারের স্পেলে মাত্র ২৮ রান খরচায় ৩ উইকেট নেন  তাহির।



promotional_ad

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। তারা দলীয় ২৩ রানের মধ্যেই হারায় দুই ওপেনারকে। নিরোশান ডিকওয়েলা (৮) এবং উপুল থারাঙ্গাকে (৯) সাজঘরের পথ দেখান পেসার লুঙ্গি এনগিডি।


তৃতীয় উইকেটে ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন কুশাল পেরেরা এবং ওশাদা ফার্নার্ন্দো। দলীয় ৯৯ রানের মাথায় ৩৩ রান করা কুশাল পেরেরাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইমরান তাহির।


এরপর ৪৯ রান করা ওশাদা রান আউটের ফাঁদে পড়ে আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন কুশাল মেন্ডিস এবং ধনঞ্জয় ডি সিলভা। দুজন মিলে যোগ করেন ৯৪ রান।


৩৯ রান করে তাহিরের দ্বিতীয় শিকার হয়েছেন ধনঞ্জয়া। এরপর ৬০ রান করা কুশাল তাহিরের বলে ভ্যান ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলে আর কেউ দাঁড়াতে পারেনি লঙ্কানদের। ফলে দলটি দল আউট হয়ে যায় ২৩১ রানে।


সংক্ষিপ্ত স্কোরঃ


শ্রীলঙ্কাঃ ২৩১/১০ (৪৭ ওভার)



(মেন্ডিস ৬০, ওশাদা ৪৯; তাহির ৩/২৬)


দক্ষিণ আফ্রিকাঃ ২৩২/২ (৩৮.৫ ওভার)


(ডু প্লেসিস ১১২, ডি কক ৮১; ওশাদা ১/৪৩)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball