প্রমাণ করেছে বাংলাদেশঃ সুজন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তাঁদের দলের ব্যাটিং সক্ষমতার প্রমাণ পাওয়া গিয়েছে বলে গিয়েছে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু সুজনের আফফোস প্রথম ইনিংস নিয়ে। প্রথম ইনিংসে এমন রান করতে পারলে দলের জন্য অনেক সহজ হতো বলে মনে করেন তিনি।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সবকিছু সঠিক ভাবে প্রয়োগ করতে পারে নি বাংলাদেশ দল। পরের টেস্টে এই সব বিষয়গুলো মাথায় রেখেই খেলতে হবে বলে মনে করছেন সুজন। তাঁর ভাষায়,

'তারপরেও বলবো প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংয়ে সঠিক প্রয়োগের অভাব ছিলো। এই রানটা যদি আমরা প্রথম ইনিংসে করতে পারতাম হয়তো অনেক সহজ হতো। প্রথম ইনিংসটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই ছেলেদের ব্যাটিং করতে হবে।
'তবে আমি বিশ্বাস করি যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা আমাদের সক্ষমতা বুঝিয়েছে। যে আমরা চেস্টা করেছি ভাল খেলতে। জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমাদের প্রক্রিয়াটি ভাল ছিলো।'
এদিকে সুজন জানেন যে নিউজিল্যান্ডে ব্যাটিং করাটা সহজ নয়। তাই দ্বিতীয় ইনিংসের মত করেই বাকি ম্যাচগুলোতে ব্যাট করতে হবে বাংলাদেশ দলকে। ম্যাচ হারলেও পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস পেয়েছে টাইগাররা। সুজন আরও জানান,
'দেখেন একটা নতুন পরিবেশে সবসময় কঠিন। নিউজিল্যান্ডেরে কন্ডিশন আমরা সবসময় জানি যে ওখানে ব্যাটিং করাটা সহজ না। উইকেট দেখে সহজ মনে হলেও অতটা সহজ না।
'আমার মনে হয় যে খুবই ভাল যে দ্বিতীয় ইনিংসে আমরা নিজেদের প্রয়োগ করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি উইকেটে থাকার, রান করার। এবং সৌম্য, রিয়াদের ব্যাট থেকে বড় ইনিংস..যদিও আমরা ইনিংস ব্যবধানে হেরেছি বাট তারপরেও আমি বলবো এখান থেকে অনেক কিছু নিয়ে পরের দুই ম্যাচে যাওয়া যাবে।'