আগ্রাসী সৌম্য
ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২২৫/৪ (৫০ ওভার) (দ্বিতীয় ইনিংস) (সৌম্য-৭৩*, মাহমুদুল্লাহ-৩০ *; বোল্ট- ২/৮৪, ওয়েগনার- ১/৬৮)
নিউজিল্যান্ডঃ ৭১৫/৬ (১৬৩ ওভার) (প্রথম ইনিংস) (উইলিয়ামসন- ২০০*, লাথাম- ১৬১; মিরাজ- ২/১৯০, সৌম্য- ২/৩১)
বাংলাদেশঃ ২৩৪/১০ (৫৯.২ ওভার) (প্রথম ইনিংস) (তামিম- ১২৬; ওয়েগনার- ৫/৪৭, সাউদি- ৩/৭৬)
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয় এড়াতে আজ চতুর্থ দিন ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। আগের দিন ৩৯ এবং ১৫ রানে অপরাজিত ছিলেন দুই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং মাহমুদুল্লাহ রিয়াদ।
আগ্রাসী মেজাজে সৌম্যঃ

ব্যাট হাতে রীতিমত ওয়ানডে মেজাজে খেলছেন সৌম্য সরকার। হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর ট্রেন্ট বোল্টের ৫২তম ওভারের প্রথম বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে হাঁকান দারুণ একটি ছয়। এর ঠিক এক বল পরেই মিড অন অঞ্চল দিয়ে চার হাঁকান তিনি। বর্তমানে মাত্র ৮১ বলে ৭৩ রানে অপরাজিত আছেন সৌম্য। আর তাঁর সঙ্গী মাহমুদুল্লাহর সংগ্রহ ৭৬ বলে ৩০ রান করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২২৫ রান।
দুইশর ঘরে বাংলাদেশঃ
দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য এবং রিয়াদের ব্যাটে দুইশ রানের কোটা পার করে সফরকারী বাংলাদেশ। দায়িত্বশীল ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা।
সৌম্যর হাফসেঞ্চুরিঃ
আজ শুরু থেকেই দারুণ ব্যাটিং করছেন সৌম্য সরকার। ট্রেন্ট বোল্টের ৪৬ তম ওভারে তৃতীয় বলে চার মেরেছিলেন তিনি। এরপর একই ওভারের শেষ বলে বিশাল একটি ছয় হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে গতকাল ৭১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড। বিশাল এই পুঁজির পেছনে মূল কৃতিত্ব ছিল অধিনায়ক কেন উইলিয়ামসনের। কেননা অপরাজিত ২০০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি।
তবে উইলিয়ামসন ছাড়াও ১৬১ এবং ১৩২ রানের ইনিংস এসেছে টম লাথাম ও জিত রাভালের ব্যাট থেকে। কিউইদের এই রানের জবাবে খেলতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো টাইগাররা।
এর আগে ম্যাচটির শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে কিউই বোলারদের তোপে মাত্র ২৩৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো বাংলাদেশ । দলের পক্ষে শুধু তামিম ইকবাল ছাড়া আর কেউই ভালো খেলতে পারেননি। তামিম ১২৬ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ শিবিরে ধ্বস নামানোর মূলে ছিলেন কিউই পেসার ওয়েগনার। মাত্র ৮৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। অপরদিকে ৭৬ রানে ৩ উইকেট নেন টিম সাউদি।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট