promotional_ad

ধারাবাহিকতা হোক এবাদতের সাফল্যের পাথেয়

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে তেমন সুবিধা করতে পারেননি অভিষিক্ত পেসার এবাদত হোসেন। প্রথম ইনিংসে ২৭ ওভার বোলিং করে ১০৭ রান খরচায় ১ উইকেট শিকার করেছেন তিনি। বোলিংয়ে লাইন লেন্থের ধারাবাহিকতার অভাব প্রকটভাবে দেখা গিয়েছিল এবাদতের বোলিংয়ে।


হাই পারফর্মেন্স ইউনিটে এবাদতকে নিয়ে কাজ করা শ্রীলঙ্কান বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে এই ধারাবাহিকতাকেই সাফল্যের পাথেয় হিসেবে দেখছেন। তাঁর বিশ্বাস ভালো পারফর্মেন্স উপহার দিতে হলে বোলিংয়ের লাইন এবং লেন্থের ধারাবাহিকতা ঠিক করতে হবে ২৫ বছর বয়সী এবাদতকে,



promotional_ad

'এবাদতকে আরও ধারাবাহিক হতে হবে বোলিংয়ের লাইন এবং লেন্থের ব্যাপারে। এটি অবশ্য ক্রমান্বয়ে চলে আসবে। কারণ সে মাত্র একটি ইনিংস খেলেছে এবং অনেক ওভার বোলিং করেছে।  আমি তাঁর স্কিল নিয়ে কাজ করেছি। আমরা দেখেছি সে কিভাবে দারুণভাবে বল ছাড়তে পারে যেটি অন্যান্য ভালো বোলাররা করে থাকে,' বলেন রামানায়েকে।


ভালো দলগুলোর বিপক্ষে টানা বোলিং করতে করতে একটা সময় নিজেকে পোক্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবাদত, বিশ্বাস রামানায়েকের। আগামীতে যেন তাঁর বোলিংয়ের ধারাবাহিকতা বজায় থাকে সেটি নিয়ে কাজ করা হবে জানিয়ে এই লঙ্কানের ভাষ্য, 


'সে (এবাদত) ভালো দলের বিপক্ষে অনেক ওভার বোলিং করার মাধ্যমে শিখতে পারবে। আমরা এই ব্যাপারটি নিয়ে কাজ করবো। পেসের দিক থেকে সে আরও ধারাবাহিক এবং ভালো হতে পারে।'  



তবে এবাদতের প্রতিভা নিয়ে সন্দেহ নেই রামানায়েকের। আর তাই রবি পেসার হান্ট থেকে উঠে আসা এই তরুণকে নিয়ে লঙ্কান কোচের বক্তব্য, 'পেসাররা নিউজিল্যান্ডে খেলছে। তাঁরা সতেজ আছে। তাদের আরও সময় দরকার আরও অভিজ্ঞ হতে। সে (এবাদত) জোরে বোলিং করতে পারে। সে দারুণ খেলোয়াড়। তাঁর প্রতিভা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball