promotional_ad

দুই বলে দুই চারের পর সাজঘরে মমিনুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১০০/২ (২৪ ওভার) (দ্বিতীয় ইনিংস)


(তামিম ৫৪*, মিথুন ০ *; ওয়েগনাগ ১/২৬, বোল্ট ১/৩০)


নিউজিল্যান্ডঃ ৭১৫/৬ (১৬৩ ওভার) (প্রথম ইনিংস)


(উইলিয়ামসন ২০০*, লাথাম ১৬১; মিরাজ-২/১৯০, সৌম্য-২/৩১)



promotional_ad

বাংলাদেশঃ ২৩৪/১০ (৫৯.২ ওভার) (প্রথম ইনিংস)


(তামিম- ১২৬; ওয়েগনার ৫/৪৭, সাউদি- ৩/৭৬)


হেমিল্টনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংস ৭১৫ রানে ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সামনে লিড ছুঁড়ে দিয়েছে ৪৮১ রানের।


জুটি ভাঙ্গলেন ওয়েগনারঃ প্রথম ইনিংসে বাংলাদেশি পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠানো কিউই পেসার নিল ওয়েগনার বাংলাদেশের ৮৮ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গলেন দ্বিতীয় ইনিংসে। ওয়েগনারের বাউন্সার মারতে গিয়ে ফাইনলেগে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন দারুণ খেলতে থাকা সাদমান।


৭১ বলে ৩৭ রানের ইনিংস খেলে ফিরেছেন এই বাঁহাতি। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন আরেক বাঁহাতি মমিনুল হক। তাঁকে বেশিক্ষণ টিকতে দেননি ট্রেন্ট বোল্ট। দুই বলে দুই চার হাঁকিয়ে বোল্টের করা লেন্থে থাকা বলটি থার্ডম্যানে খেলতে গিয়ে এজ হয়ে স্লিপে থাকা রস টেইলরের হাতে ধরা পড়েন মমিনুল। দুই চারে ৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।


এদিকে প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করা বাঁহাতি ওপেনার তামিম ইকবাল দ্বিতীয় ইনিংসেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। বলের মেধা বুঝে ব্যাটিং করে ৬৪ বলে টেস্ট ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক তুলে নিয়েছেন তামিম।



সতর্ক ব্যাটিং তামিম-সাদমানেরঃ ইনিংসের শুরুতে আগ্রাসী মনোভাব থাকলে সময় গড়াতে ব্যাটিংয়ের ধরণ বদলে ফেলেছেন তামিম ইকবাল। বলের মেধা বুঝে, বল ছেড়ে খেলছেন তিনি। ৫৭ বলে ৪১ রান নিয়ে উইকেটে আছেন তিনি।


আরেক ওপেনারের ব্যাটেও দেখা ভালো কিছুর আভাস। সাদমান ইসলাম, তিনিও খেলে যাচ্ছেন বল বুঝে। ৫৮ বলে ৩৩ রান নিয়ে উইকেটে আছেন তিনি। ১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৪।


আগ্রাসী তামিমঃ ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ের সূচনা করেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। ইতিমধ্যে ১১ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ দল।


এরই মধ্যে ৫৬ রান তুলে নিয়েছেন দুই ওপেনার তামিম এবং সাদমান ইসলাম। ৬ চার, ১ ছয়ে ৩৬ বলে ৩৫ রান তুলে নিয়েছেন তামিম। তাঁকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন সাদমান। ৩০ বলের ইনিংসে তিন চারে ২১ রান তুলে নিয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball