অলকের ক্যামিও, জাকিরের অর্ধশতক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ- ১৩৮/৬ (১৭ ওভার)
(কাপালি ৪৩*, মনির ০*)
ঢাকা প্রিমিয়ার লীগের টি-টুয়েন্টি আসরের দ্বিতীয় সেমিফাইনালে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
অলকের ক্যামিও, জাকিরের অর্ধশতকঃ-
৩৯ বলে ৫২ রানের কার্যকরী একটি ইনিংস খেলে ফরহাদ রেজার বলে ফিরেছেন জাকির হাসান। এদিনে সাত নম্বরে নামা অলক কাপালি ব্যাটে ঝড় তুলেছেন। এখন পর্যন্ত করেছেন ২৬ বলে ৪৩* রান।

জাকিরের ব্যাটে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংকঃ-
তৃতীয় উইকেট হিসেবে আল আমিন বিদায় নিলে দলের হাল ধরেন জাকির হাসান এবং আরিফুল হক। তবে আরিফুলও (৩) ফিরে গিয়েছেন দ্রুত। তাঁকে বোল্ড করে ফিরিয়েছেন এনামুল হক জুনিয়র।
ফিরলেন বিজয়ঃ-
অধিনায়ক এনামুল বিজয় এদিনে ব্যর্থ হয়ে ফিরেছেন ১২ রান করে। তাঁকে ফিরিয়েছেন মোহাম্মদ আরাফাত।
আরাফাত সানির উইকেটঃ-
ওপেন করতে নামা রুবেল মিয়াকে ফিরিয়েছেন আরাফাত সানি। মার্শাল আইয়ুবকে ক্যাচ দিয়ে ফিরেছেন রুবেল।
টসঃ-
ইতিমধ্যেই টসে জিতেছে প্রাইম দোলেশ্বর। টসে জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে তাঁরা।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ এনামুল হক বিজয় (অধিনায়ক), রুবেল মিয়া, জাকির হাসান, আল আমিন, আরিফুল হক, নাজমুল মিলন, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, মনির হোসেন, আল আমিন হোসেন, মোহর শেখ অন্তর।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ সাইফ হাসান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ হোসেন, মার্শাল আইয়ুব, মাহমুদুল হাসান, সৈকত আলি, ফরহাদ রেজা (অধিনায়ক), আরাফাত সানি, আসলাম হোসেন, এনামুল হক জুনিয়র, মানিক খান।