promotional_ad

জিয়ার আকুতি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ছোট ফরম্যাটের ক্রিকেটে সুযোগ পেলে ধারাবাহিকভাবে বিধ্বংসী ব্যাটিং উপহার দিতে পারবেন, প্রত্যাশা শেখ জামালের হার্ড হিটার জিয়াউর রহমানের। জিয়ার ব্যাটে ভর করেই শাইনপুকুরকে ডিপিএল টি-টুয়েন্টির সেমিফাইনালে পাঁচ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শেখ জামাল।


শাইনপুকুরের দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের নবম ওভারেই শেখ জামালের উপরের সারির পাঁচ ব্যাটসম্যান ড্রেসিংরুমে। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২.২ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে শেখ জামাল। 



promotional_ad

অধিনায়ক নুরুল হাসান সোহানের সাথে ১১৭ রানের জুটি গড়েন হার্ড হিটার জিয়াউর রহমান। এর মধ্যে সিংহভাগ ৭২ রান এসেছে জিয়ার ব্যাট থেকে। মাত্র ২৯ বলে ৪টি চার ও ৭টি বিশাল ছক্কায় সাজানো ইনিংসটি শেখ জামালকে ডিপিএল টি-টুয়েন্টির ফাইনালে পৌঁছে দিয়েছে। 


'আসলে আমার জন্য এটা খুবই দরকার ছিল। আমিও চেষ্টা করেছিলাম, টি-টুয়েন্টি শর্ট ফরম্যাটের খেলা। এখানে আমি আসলে তেমন সুযোগ পাই না। আজ যেমন ১০ ওভার পেয়েছি, অন্য সময় পাই না। দুই ওভার তিন ওভার, এভাবে পেয়ে থাকি। এটা আমার জন্য কঠিন হয়ে যায়। সিচুয়েশন আমার বিপক্ষে থাকে। এখন সব কিছু মিলিয়ে আমার অনুকূলে ছিল। ভাগ্য আমার হয়ে কথা বলেছে,' ম্যাচ শেষে আক্ষেপ নিয়েই বলেছেন জিয়া।


লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে টি-টুয়েন্টি ফরম্যাটে বেশীক্ষণ ব্যাট করার সুযোগ হয় না জিয়াউর রহমানদের। ডেথ ওভারে ব্যাট করতে নামলে প্রত্যাশা থাকে প্রথম বল থেকেই দ্রুত রান তোলার। এমন পরিস্থিতিতে বড় ইনিংস খেলার সুযোগ থাকে না বললেই চলে। তাই ছোট ফরম্যাটের ক্রিকেটে কয়েক ধাপ উপরে ব্যাট করার ইচ্ছা পোষণ করেছেন জিয়া।



'থাকার কথা কিন্তু সেই সুযোগটা দেখতে হবে। দুই ওভার আছে, দুই ওভারে আমি বড় কিছু করবো এটাও কিন্তু সম্ভব না। আমি তো মানুষ, আমাকে তো সেট হতে হবে। ভিন্ন কন্ডিশন, ডেথে যারা বোলিং করে, টিমের বেস্ট বোলাররা কিন্তু বল করে। আপনি হিসেব করে দেখবেন, আমি কিন্তু সেইভাবে সুযোগ কম পাই।


'সবাই মনে করে শেষ দুই তিন ওভারে গিয়ে জিয়া অনেক কিছু করে ফেলবে। ওইখানে গিয়ে হয়তো একদিন সফল হই কিন্তু দুই দিন হই না। যদি আমি ওপরে ব্যাট করার সুযোগ পাই, আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball