ম্যাচ জমিয়ে তুলেছেন জিয়াউর রহমান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টি লীগের প্রথম সেমিফাইনালে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে দলপতি আফিফ হোসেনের ফিফটিতে ১৮১ রানের পুঁজি পায় দলটি। ১৮২ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে শেখ জামাল।
জিয়াউর-সোহানের প্রতিরোধঃ
৫ উইকেট হারিয়ে বসা শেখ জামালকে ম্যাচে ফিরিয়েছেন জিয়াউর রহমান এবং নুরুল হাসান সোহান। দুজন মিলে শাইনপুকুরের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করছেন। সোহানকে একপ্রান্তে দর্শক বানিয়ে ২১ বলে ৫০ হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন জিয়াউর।
উইকেট হারাচ্ছে শেখ জামালঃ
৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বসা দলটিকে আরও বিপদে ফেলেন হাসানুজ্জামান এবং তানবির হায়দার। দুজনই দ্রুত সাজঘরে ফিরে যান। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে এখন ব্যাকফুটে রয়েছে দলটি।

পাওয়ার প্লে'তে চাপে শেখ জামালঃ
ব্যাট হাতে বড় লক্ষ্যের তাড়া ভালোই করেছিল শেখ জামাল। দুই ওপেনার ফারদিন হোসেন অনি এবং ইমতিয়াজ হোসেন তান্না। ৩.৩ ওভারে দুইজন মিলে স্কোরবোর্ডে ২৯ রান যোগ করার পর রান আউটের ফাঁদে পড়েন তান্না।
খানিক পর অনিকে সাজঘরে ফিরিয়ে দেন সোহরাওয়ার্দী শুভ। পাওয়ার প্লে'তে ২ উইকেট হারালেও নাসির এবং হাসানুজ্জামানের ব্যাটে আগাতে থাকে শেখ জামাল। কিন্তু সপ্তম ওভারে শুভকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন নাসির।
সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুরঃ ১৮১/১ (১০ ওভার)
(আফিফ ৬৫, সাব্বির ৪৭)
শেখ জামালঃ
১৪৫/৫ (১৫ ওভার)
(সোহান ২৮*, জিয়াউর ৫২*)