promotional_ad

শেখ জামালকে বড় লক্ষ্য দিয়েছে শাইনপুকুর

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টি লীগের প্রথম সেমিফাইনালে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে দলপতি আফিফ হোসেনের ফিফটিতে ১৮১ রানের পুঁজি পায় দলটি। 


এদিন টসে জিতে ব্যাট করে নেমে শুরুটা মোটে ভালো হয় নি শাইনপুকুরের। বল হাতে শুরুটা দারুণ করেছিল শেখ জামাল ধান্মন্ডি ক্লাব। প্রথম ওভারে কোন রান না দিয়ে উইকেট তুলে নেন পেসার সালাউদ্দিন শাকিল। 


০ রানে প্রথম উইকেট হারিয়ে বসা শাইনপুকুরের দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করেছেন অধিনায়ক আফিফ হোসেন। শেখ জামালের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলেছেন তিনি। 


তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন ওপেনার সাব্বির হোসেন। দুইজনের ব্যাটে পাওয়ার প্লে'তে ৩৭ রান যোগ করে দলটি। খানিক পর আফিফের পাশাপাশি হাত খুলে খেলতে শুরু করেন সাব্বির হোসেনও। 


promotional_ad

সাব্বিরের সঙ্গে ১০০ রানের জুটি গড়ার পাশাপাশি নিজের ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন আফিফ। শাইনপুকুর দলপতি নিজের ফিফটিতে পৌঁছাতে বল খরচ করেন ৩৭টি।


এই দুজনের ব্যাটে বড় স্কোরের পথে হাঁটছিল শাইনপুকুর। কিন্তু সালাউদ্দিন সাকিলের এক ওভারে ছক্কা এবং দুটি চার মারার পর বোল্ড হয়ে ফিরেছেন তিনি। সাব্বিরের সঙ্গে জুটি গড়েন ১১৩ রানের।


আফিফ বিদায় নেয়ার পর সাব্বিরকে ৪৭ রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন ইলিয়াস সানি। ১১৬ রানে ৩ উইকেট হারালেও শাইনপুকুরের রানের চাকা সচল রাখেন শুভাগত হোম এবং তৌহিদ হৃদয়।


দুজন মিলে জুটি গড়েন ৫০ রানের। তবে দুজনের ৫৭ রানের জুটি ভাঙ্গেন শহিদুল ইসলাম। শুভাগতকে ৩১ রানে বিদায় করে নিজের ১ম উইকেট তুলে নেন এই পেসার। এরপরের বলেই তৌহিদ হৃদয়কে নিজের ২য় শিকারে পরিণত করেন তিনি।


শেষ ওভারে বোলিংয়ে এসে সালাউদ্দিন শাকিল আরও ২ উইকেট তুলে নিলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের পুঁজি পায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেখ জামালের পক্ষে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন সালাউদ্দিন শাকিল। 


সংক্ষিপ্ত স্কোরঃ


শাইনপুকুরঃ ১৮১/৭ (২০ ওভার)


(আফিফ ৬৫, সাব্বির ৪৭) (সালাউদ্দিন শাকিল ৪/২৪)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball