আফিফের পাল্টা আক্রমণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার টি-টুয়েন্টি লীগের প্রথম সেমিফাইনালে মিরপুরের হোম অফ ক্রিকেটে মাঠে নেমেছে শেখ জামাল ধান্মন্ডি ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচটিতে টসে জিতে এখন ব্যাট করছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
আফিফের পাল্টা আক্রমণঃ
০ রানে প্রথম উইকেট হারিয়ে বসা শাইনপুকুরের দায়িত্ব কাঁধে নিয়ে ব্যাট করছেন অধিনায়ক আফিফ হোসেন। শেখ জামালের বোলারদের বিপক্ষে হাত খুলে খেলছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন ওপেনার সাব্বির হোসেন। দুইজনের ব্যাটে পাওয়ার প্লে'তে ৩৭ রান যোগ করেছে দলটি।

উইকেট মেইডেনঃ
বল হাতে শুরুটা দারুণ করেছে শেখ জামাল ধান্মন্ডি ক্লাব। প্রথম ওভারে কোন রান না দিয়ে উইকেট তুলে নিয়েছেন পেসার সালাউদ্দিন সাকিল। ০ রান করে ইমতিয়াজ হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মোহাম্মদ রাকিব।
সংক্ষিপ্ত স্কোরঃ
শাইনপুকুরঃ ৩৭/১ (৬ ওভার)
(আফিফ ২৫*, সাব্বির ১১)