অনুশীলনে স্মিথ-ওয়ার্নার, ফিরছেন আইপিএলে?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেটে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এবং বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের হেড কোচ আশা করছেন আসন্ন আইপিএলের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বৃহস্পতিবার অনুশীলন করেছেন স্মিথ এবং ওয়ার্নার। নেটে তাঁদের অনুশীলন করার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন অজি কোচ ল্যাঙ্গার।
'এটা খুব ইতিবাচক একটা দিক যে তাঁরা অনুশীলন শুরু করেছে, আমি আশাবাদী যে দুজনই আইপিএলের আগে ফিট হয়ে উঠবে এবং আইপিএল মাতাবে।' (ল্যাঙ্গারের ভাষায়)

এদিকে অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্টাগ্রামে স্মিথ জানিয়েছেন, 'নেটে ফিরতে পেরে অসাধারণ লাগছে, কনুইতে এখন আর কোন প্রকার বেথা অনুভব করছিনা'
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রথম বারের মত খেলতে এসেছিলেন স্মিথ। কিন্তু বিপিএলে মাত্র ম্যাচ খেলার পরই কনুইয়ের ইনজুরির কারণে দেশে ফিরে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে।
যেকারণে মাঠের বাইরে ছিলেন দেড় মাসেরও বেশী সময়। তাঁর আরেক সঙ্গী ডেভিড ওয়ার্নারও প্রথম বারের মত বিপিএল খেলতে এসে কনুইয়ের ইনজুরিতে পড়ে দেশে ফিরে যান।
গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানসবার্গ টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ এবং ওয়ার্নার। এই দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞা উঠবে চলতি বছরের মার্চের ২৯ তারিখ।
২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএল। তাই ল্যাঙ্গার আশাবাদী যে আইপিএল দিয়েই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন এই দুই ক্রিকেটার। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলার সুযোগ পেতে পারেন তাঁরা।