টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের আধিপত্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি র্যাঙ্কিংয়ে রাজত্ব করছে আফগানিস্তানের ক্রিকেটাররা, বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাটে। আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি সিরিজের পর টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা ১০'র মধ্যে এখন অবস্থান করছেন ৩জন আফগান ক্রিকেটার।
আয়ারল্যান্ড সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৫ উইকেট নেয়েছেন লেগ স্পিনার রশিদ খান। সেই ম্যাচে চার বলে চার উইকেট নেয়ার কীর্তিও গড়েছেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন তিনি।

বোলারদের এই তালিকায় রশিদের পরের স্থানে আছেন পাকিস্তানের শাদাব খান, তাঁর রেটিং পয়েন্ট ৭২০। ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় সপ্তম স্থানে আছেন সাকিব আল হাসান।
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ব্যাট হাতে ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের তরুণ ওপেনার হজরতউল্লাহ জাজাই। এই এক ইনিংস দিয়েই ৩১ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।
বর্তমানে বাঁহাতি এই ওপেনারের রেটিং পয়েন্ট ৭১৮। ব্যাটসম্যানের এই র্যাঙ্কিংয়ে অবশ্য রাজত্ব করছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর মোট রেটিং পয়েন্ট ৮৮৫।
অন্যদিকে টি-টুয়েন্টি সিরিজে ব্যাট হাতে ১৮১ স্ট্রাইকরেটে ১৪৭ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৩৩০ পয়েন্টে। বর্তমানে তিন নম্বরে আছেন তিনি।
এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের সঙ্গে দুরত্বটা মাত্র ৮ পয়েন্টের। তবে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে দুর্দান্ত শতক হাকিয়ে ৩৯০ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।