টেস্ট ক্রিকেট মৃতপ্রায় নয়ঃ রিচার্ডসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট ক্রিকেটকে মৃতপ্রায় বলেছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। কিন্তু আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের মতে, তাঁর কথার ভুল ব্যাখ্যা নিয়েছে ক্রিকেট বিশ্ব।
ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন রিচার্ডসন। টেস্ট ক্রিকেটের প্রসারে টেস্ট চ্যাম্পিয়নশিপের মতবাদ নিয়ে মনোহরের বক্তব্যের খেই ধরে রিচার্ডসন জানান,

'তিনি যা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে টেস্ট ক্রিকেটের আরও বেশি প্রতিযোগিতা দরকার। হ্যাঁ, মাঝেমধ্যে কিছু প্রতিযোগিতামূলক খেলা অবশ্যই হয়। কিন্ত সত্যি বলতে আপনি যদি কোন দলের সমর্থক হন, তবে সে দলের খেলা ছাড়া বাকী দলের খেলায় আকর্ষণ থাকবে না।
'ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে যেকোনো টেস্ট ম্যাচের প্রতি দর্শকের আগ্রহ বাড়বে, টেস্ট ক্রিকেট সারাবিশ্বে ছড়িয়ে যাবে। তখন কোন দল টেস্ট খেলছে সেটা আর গুরুত্বপূর্ণ না, টেস্ট ক্রিকেটে একটি জৌলুস তৈরি হবে, ওটাই মনোহর বলছেন।'
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন,
'আমরা দেখার চেষ্টা করছি টেস্ট চ্যাম্পিয়নশিপ কারো মনে আগ্রহ সৃষ্টি করে কিনা। কেননা সত্যি কথা বলতে টেস্ট ক্রিকেট মৃতপ্রায়।'
এবার মনোহরের কথার ব্যাখ্যা দিলেন রিচার্ডসন। আদৌ টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে টেস্ট ক্রিকেট বদলে যায় কিনা এটাই এখন দেখার বিষয়।