হতাশ তামিম ও পুরো দল
ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বৈরি কন্ডিশনে ওপেনার তামিম ইকবালের ব্যাটে অবিশ্বাস্য সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলের বাকি ব্যাটসম্যানরা। ভালো শুরুর পর ব্যাটিং বিপর্যয়ে ২৩৪ রানেই গুঁটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। এতে বেশ হতাশ তামিম সহ দলের সকলে।
ইনিংসের শুরুতেই উইকেট হারানো টাইগারদের অনেক বড় দুর্বলতা। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেছিলেন তামিম এবং তরুণ সাদমান ইসলাম। ৫৭ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশন দুই উইকেটে ১২২ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ দল।

কিন্তু সেখান থেকে কোন মতে দ্বিতীয় সেশন শেষ করে টাইগাররা। তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেয়া শতকে সাত উইকেটের বিনিময়ে ২১৭ রানে চা বিরতিতে গিয়েছিল সফরকারীরা। তৃতীয় সেশনের শুরুতেই অলআউট হয়ে যায় তারা। ১২৮ বলে ১২৬ রান সংগ্রহ করেছিলেন তামিম। দলের এমন ধ্বসে বেশ হতাশ তিনি, সাথে হতাশ দলের সাথে থাকা সকলেই। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন,
'সত্যি কথা বলতে, এই ধরনের কন্ডিশনে এমন সূচনা পাওয়া আমাদের জন্য স্বপ্নের ব্যাপার। সাধারণত প্রথম দিন, সবুজ উইকেট, যদি ২-৩টা উইকেট পড়ে যায় তারপরে, যেটা আমাদের সাথে অনেক ঘটেছে। কিন্তু এত সুন্দর সূচনা পাওয়ার পর পুরোটা কাজে লাগাতে না পারা, এটাই হতাশার। শুধু আমি একা নই, বাকি যারা আছে ড্রেসিং রুমে, তাঁরাও খুবই হতাশ।'
বাংলাদেশের ইনিংসের পর প্রথম দিন ২৮ ওভার ব্যাটিং করেছে স্বাগতিকরা। দুই ওপেনার জিত রাভাল এবং টম লাথামের ব্যাটিং নৈপুণ্যে বিনা উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড।