promotional_ad

আতাপাত্তু, শেহবাগদের কাতারে তামিম

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে একাই লড়াই করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দলের অন্যান্য ব্যাটসম্যানেরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেখানে একপ্রান্ত আগলে রেখে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের নবম শতক।


আর এরই সাথে ২০০০ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ শতক হাঁকানো তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নাম লিখিয়েছেন তামিম। এখন পর্যন্ত এই তিন দেশে সর্বমোট ৩টি শতক হাঁকিয়েছেন টাইগার এই ওপেনার।



promotional_ad

তামিমের আগে ২০০০ সালের পর থেকে এই তিন দেশে তিনটি শতকের মালিক ছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তী ব্যাটসম্যান মারভান আতাপাত্তু এবং ভারতের বীরেন্দ্র শেহবাগ। তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন টাইগার ওপেনার। 


সবথেকে কম ইনিংস খেলা ব্যাটসম্যান হিসেবে তিনটি শতক হাঁকিয়েছেন তামিম। তিনটি শতকের জন্য মাত্র ১৯টি ইনিংস খেলেছেন তিনি। অপরদিকে আতাপাত্তু ২৭টি এবং শেহবাগকে খেলতে হয়েছিলো ৪৯টি ইনিংস।  


এই শতকের মাধ্যমে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ শতকে রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তামিম। বর্তমানে টেস্টে তাঁর শতকের সংখ্যা মোট ৯টি। টাইগার ওপেনারের আগে এই রেকর্ডটি ছিলো মমিনুল হকের। মোট ৮টি টেস্ট শতকের মালিক তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball