ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছেন সফরকারী ইংল্যান্ড দলের ব্যাটসম্যানেরা। গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছয় হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েছে ইংলিশরা।
এদিন ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে সর্বমোট ২৪টি ছয় হাঁকিয়েছেন ইংল্যান্ড দলের ব্যাটসম্যানেরা। এরই সাথে তারা ছাড়িয়ে গিয়েছে উইন্ডিজদের এক ইনিংসে ২৩ ছক্কার রেকর্ডটি। এই ইংল্যান্ডের বিপক্ষেই প্রথম ওয়ানডেতে ২৩টি ছয় মেরেছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানেরা।

এবার সেই রেকর্ডটি নিজেদের করে নিতে বেশি অপেক্ষা করতে হলো না সফরকারীদের। এই ম্যাচটিতে ব্যাট হাতে সবথেকে বেশি ছয় হাঁকিয়েছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার।
মোট ১২টি ছয় এবং ১৩টি চারের সাহায্যে ৭৭ বলে ১৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। অপরদিকে জনি বেয়ারস্টো ৪টি, অ্যালেক্স হেইলস ২টি এবং অধিনায়ক ইয়ন মরগান ৬টি ছয় হাঁকিয়েছেন।
তাদের এই তান্ডবে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪১৮ রানের পাহাড়সমান পুঁজি পায় ইংল্যান্ড। এই নিয়ে ২০১৫ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত মোট চারবার ৪০০ রানের গন্ডি পার করতে সক্ষম হলো ইংলিশরা।
২০১৫ জুন এর পর থেকে ইংল্যান্ডের সেরা বাকি তিন দলীয় সংগ্রহ ছিলো যথাক্রমে ৪৮১ (অস্ট্রেলিয়ার বিপক্ষে), ৪৪৪ (পাকিস্তানের বিপক্ষে) এবং ৪০৮ (নিউজিল্যান্ডের বিপক্ষে)।
এদিকে এখন পর্যন্ত এক ইনিংসে সর্বোচ্চ ছয় হাঁকানো দলের তালিকায় তৃতীয়তে আছে নিউজিল্যান্ড। ২০১৪ সালে উইন্ডিজদের বিপক্ষে ২২টি ছয় হাঁকিয়েছিলো তারা। এরপর যথাক্রমে আছে ইংল্যান্ড (২১) এবং দক্ষিণ আফ্রিকা (২০)।