শক্তিমত্তায় ভরপুর প্রাইম ব্যাংক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগ উপলক্ষে শক্তিশালী দল গঠন করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্যাটসম্যান, বোলার বা অলরাউন্ডার সব দিক দিয়েই বেশ সমৃদ্ধ দলটি।


গত আসরের দল থেকে নিয়ম অনুযায়ী তিন জন ক্রিকেটারকে দলে রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাঁরা হলেন আরিফুল হক, জাকির হাসান এবং মোহাম্মদ আল আমিন জুনিয়র।


এবারের আসরে দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। বিজয়কে শক্তি যোগাতে আব্দুর রাজ্জাক বা অলক কাপালির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন এই দলে।


promotional_ad

মোহর শেখ, মনির হোসেন, নাইম হাসান, আল আমিন হোসেন ও আব্দুর রাজ্জাকদের নিয়ে যথেষ্ট শক্তিশালী প্রাইম ব্যাংকের বোলিং লাইনআপ। নাজমুল হোসেন মিলন, আল আমিন, আরিফুল হকদের মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা আছেন এই দলে। 


রুবেল মিয়া, নাহিদুল ইসলাম, নাজমুল মিলনদের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটারও আছেন এই দলে। শেষবারের আসরে ভালো মানের ফলাফল আনতে ব্যর্থ হয়েছে দলটি। 


সেবার ১১ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে থেকে আসর শেষ করতে হয় তাঁদের। এবার সেই ব্যর্থতা নিশ্চিতভাবেই কাটাতে চাইবে দলটি। 


প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ


এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, মোহাম্মদ আল আমিন হোসেন, মনির হোসেন, ???ালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন জুনিয়র।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball