promotional_ad

বিপিএলে কাজ করার অনুভূতি অসাধারণঃ নেইল ও'ব্রায়ান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাঠে উইকেটের পিছনের দায়িত্ব ছেড়ে এবার ধারাভাষ্যের দায়িত্ব নিয়েছেন আয়ারল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান নেইল ও'ব্রায়ান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরেও এসেছিলেন ধারাভাষ্যকার হয়ে। বিপিএলে কাজ করা অসম্ভব ভালো লাগার ছিল নেইলের কাছে।


বিশেষ করে ফাইনালে কাজ করা বেশি উপভোগ্য ছিল তাঁর কাছে। এছাড়া বাংলাদেশের দর্শকদের তাঁকে গ্রহণ করা এবং তাঁকে মনে রাখা বেশি সন্তুষ্টির ছিল নেইলের কাছে। ২০১৮ সালের অক্টোবরে ক্রিকেটকে বিদায় জানানো আইরিশ এই ক্রিকেটার বিপিএলে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে 'ক্রিকেট ওয়ার্ল্ডকে' বলেন, 



promotional_ad

'বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কাজ করা সত্যিই অসাধারণ ছিল। সেখানকার দর্শকরা ছিল অসাধারণ এবং আমাকে ভালোভাবে গ্রহণ করেছে তারা। আয়ারল্যান্ডের হয়ে আমার খেলা তারা মনে রেখেছে।'


২০১২ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নেইল। এবার বিপিএলে এসেছিলেন ধারাভাষ্যকার হিসেবে।


১৬ বছর ধরে আয়ারল্যান্ড ক্রিকেটকে সেবা দিয়েছেন নেইল ও'ব্রায়ান। জাতীয় দলে তাঁর অভিষেক ২০০৬ সালে স্কটল্যান্ডের বিপক্ষে। ১০৩টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন ও'ব্রায়ান।



এক শতক এবং আঠারো অর্ধশতকে তাঁর রান সংখ্যা ২৫৮১। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের খেলা একটি টেস্টে ছিলেন নেইল। জাতীয় দলের হয়ে টি-টুয়েন্টি খেলেছেন ৩০টি। কোন শতক না থাকলেও সীমিত ওভারের এই ফরম্যাটে একটি অর্ধশতক আছে তাঁর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball