promotional_ad

শাহাদাত-সজীবদের বোলিংয়ে ম্যাচ জয়ী মোহামেডান

ছবি- ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির গ্রুপ 'সি' এর শেষ খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ত্রিশ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই দলই প্রথম ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল। নিয়ম রক্ষার এই ম্যাচটি হয়েছিল ফতুলার খান সাহেব উসমান স্টেডিয়ামে।


সাকলাইন সজিব, নিহাদুজ্জামান, শাহাদাত হোসেনের অসাধারণ বোলিংয়ে রূপগঞ্জকে ১৪৪ রানের লক্ষ্য তাড়ায় ১১৩ রানে থামিয়ে দিতে সক্ষম হয়েছে মোহামেডান। দুটি করে উইকেট নিয়েছেন এই তিন বোলার।


লক্ষ্য তাড়ায় শুরুতে কিছুটা ভালো অবস্থানে ছিল রূপগঞ্জ। তবে ২৭ রানে পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শাহরিয়ার নাফিস এবং অধিনায়ক নাঈম ইসলাম।


কিন্তু ২৩ বলে ২৮ রান তুলতেই ফিরে যান নাঈম। বেশিক্ষণ টিকতে পারেননি নাফিসও। ১৫ রান নিয়ে ফিরেছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে খেলতে নামা আসিফ আহমেদও ফিরেছেন মাত্র ৫ রান করে। ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে রূপগঞ্জ।


শেষের দিকে এসে মুক্তার আলি ১০ রান এবং আসিফ হাসান ১৪ রানের ইনিংস খেলেন। বিশ ওভার ব্যাটিং করে আট উইকেট হারিয়ে ১১৩ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস।



promotional_ad

আগে ব্যাটিং করে নাদিফ চৌধুরীর অপরাজিত ৩৪ বলে ৪১ রানের ইনিংসে ভর করে লড়াই করার পুঁজি পেয়েছিল মোহামেডান। এছাড়া শেষের দিকে এসে আলাউদ্দিন বাবুর ২৩ বলে ৩০ রানের ইনিংসটি মোহামেডানের ইনিংসে বড় ভূমিকা রেখেছিল। নয় উইকেট হারিয়ে ১৪৩ রানে শেষ হয় মোহামেডানের ইনিংস।


টসে জিতে প্রথম দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়েছিল মোহামেডান। মোহাম্মদ শহিদের পর মিনহাজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ধ্বংসের কিনারে মোহামেডানের ব্যাটিং লাইন আপ। শহীদের দুই উইকেটের পর দুই উইকেট তুলে নিয়েছেন মিনহাজুর।


৬৫ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা মোহামেডানকে শক্ত ভিত দিয়েছিলেন নাদিফ এবং বাবু। গড়েছিলেন ৫৭ রানের জুটি। যদিও এরপর আর তিনটি উইকেট হারায় মোহামেডান। তবে অপরাজিত থেকে দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছেন নাদিফ।


শুরুর দিকে ২২ রানের ইনিংস খেলেছিলেন ওপেনার অভিশেক মিত্র এবং মাঝে এসে ১৮ বলে ২১ রানের ইনিংস এসেছে সোহাগ গাজির ব্যাট থেকে। রূপগঞ্জের হয়ে তিন উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শহীদ। দুটি উইকেট নিয়েছেন মিনহাজুর রহমান।


এক উইকেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে ৩০ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন আলাউদ্দিন বাবু।


সংক্ষিপ্ত স্কোরঃ



মোহামেডানঃ ১৪৩/৯, ওভারঃ২০


নাদিফ ৪১*, বাবু ৩০; শহীদ ৩/৪০, মিনহাজুর ২/২০


রূপগঞ্জঃ ১১৩/৮, ওভারঃ২০


নাফিস ২৮, আজমির ১৮; সজিব ২/১৫, শাহাদাত ২/১৮



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball