promotional_ad

সেমিফাইনাল নিশ্চিত করল শেখ জামাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টুয়েন্টির গ্রুপ 'বি' এর শেষ খেলায় উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফতুল্লায় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চার রানে উত্তরাকে হারিয়েছে শেখ জামাল।


বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হওয়ায় ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। শেষ পর্যন্ত ২০ ওভারের ম্যাচ আট ওভারে নামিয়ে আনা হয়। টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল উত্তরা স্পোর্টিং ক্লাব।


আট ওভারে ৭৩ রানের লক্ষ্য দাঁড়ায় উত্তরার সামনে। কিন্তু দ্বিতীয় ইনিংস শুরু হতে না হতেই বৃষ্টি আবার হানা দেয়। আরও এক ওভার কমিয়ে উত্তরার সামনে সাত ওভারে ৬৪ রানের লক্ষ্য দেয়া হয় উত্তরাকে।


লক্ষ্য তাড়ায় ৭ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে উত্তরা। দলের হয়ে আনিসুল ইসলাম ইমন সর্বোচ্চ ১৩ রান নিয়েছেন। শেখ জামালের হয়ে ১১ রানে দুই উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।



promotional_ad

প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিলেন শেখ জামালের দুই ওপেনার ফারদিন হাসান এবং ইমতিয়াজ হোসেন। তাঁদের ৩৬ রানের জুটির পর বাকি ব্যাটসম্যানরা জুটি বড় করতে পারেননি। শেষ পর্যন্ত আট ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছিল শেখ জামাল। 


দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান সংগ্রহ করেছেন ফারদিন। উত্তরার হয়ে এক ওভার বোলিং করে তিন উইকেট তুলে নিয়েছিলেন সাজ্জাদ হোসেন। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন ইলিয়াস সানি।


সংক্ষিপ্ত স্কোরঃ


শেখ জামালঃ ৭২/৫, ৮ ওভারে


ফারদিন ২৫, ইমতিয়াজ ১২; সাজ্জাদ ৩/৮



উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ৫৯/৫, ৭ ওভারে


ইমন ১৩, মোহাইমিনুল ১২; ইলিয়াস সানি ২/১১



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball