promotional_ad

'ব্যাডপ্যাচ' থেকে বেরিয়ে আরিফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিপিএলের পঞ্চম আসর দিয়ে জাতীয় দলের সীমিত ওভারের দলের বিবেচনায় এসেছিলেন আরিফুল হক। ২০১৮ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ঘরোয়া ক্রিকেটের এই নিয়মিত পারফর্মারের। বছরের শেষে এসে ওয়ানডে ও টেস্ট অভিষেকও হয়ে যায় আরিফুলের। কিন্তু যেই বিপিএল দিয়ে আলোচনায় এসেছিলেন, সেই বিপিএল আসতেই ফর্ম হারিয়ে বসেন তিনি। খুলনা টাইটান্সের হয়ে ১১ ম্যাচে ১৫ গড় ও ৯৫ স্ট্রাইক রেটে মাত্র ১৩৪ রান করেছেন তিনি। একই সাথে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। 


তবে বিপিএল শেষ হতে না হতেই নিজেকে খুঁজে পেয়েছেন আরিফুল। ডিপিএল টি-টুয়েন্টিতে প্রাইম ব্যাংকের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেছেন ৩৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস। ৪টি চার ও ২টি ছয়ে সাজিয়েছেন ইনিংসটি। এক ওভার হাত ঘুরিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটি নিজের করে নেন তিনি।  



promotional_ad

অবশেষে পেছনের বাজে সময় থেকে বেরিয়ে আসতে পেরে আত্মবিশ্বাসের খোঁজ পেয়েছেন ম্যাচ জেতানো ইনিংসের মাধ্যমে। ম্যাচ শেষে মিরপুর স্টেডিয়ামে ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেছেন, 


'হ্যাঁ অবশ্যই, সিজনটা অনেক ব্যাডপ্যাচের মধ্য দিয়ে গিয়েছে। আসলে কামব্যাক করার জন্য যা যা করার দরকার সেগুলোই চেষ্টা করছি। মানসিক বলেন, শারীরিক বলেন, ওই সময়টা আসলে আমার কি হচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না। এখন হয়তো আবার গুছিয়ে উঠতে পারছি। 


'ওই রকম কিছু না। পিচের মধ্যে গেলে বিপিএল কোনটা বা জাতীয় দল কোনটা এইসব মনে হয় না। এই ম্যাচটা যেহেতু ভালো হয়েছে, একটা ট্র্যাকে চলে আসলে আত্মবিশ্বাসটা চলে আসে। এটাই দরকার ছিল আমার।'



ডিপিএল টি-টুয়েন্টিতে অন্যান্য স্থানীয় ক্রিকেটারদের থেকে স্কিল ও আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটাই এগিয়ে জাতীয় দল ও বিপিএলে নিয়মিত খেলা ক্রিকেটাররা। তাদের মধ্যে আরিফুল একজন। বড় মঞ্চের চাপের সাথে পরিচিত থাকায় ডিপিএল টি-টুয়েন্টিতে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হচ্ছে তাদের। টি-টুয়েন্টির এই আসর জুড়েই দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা বজায় রাখতে চান আরিফুল।


'অবশ্যই, আমরা জাতীয় দল বলেন, বিপিএল বলেন, এইসব জায়গা খেলছি। অনেকেই আছে ঘরোয়া ক্রিকেটে, যারা খেলে নি। তো ওইদিক থেকে আমার কাছে দলের প্রত্যাশা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আসলে এই প্রত্যাশাটা আমাদের জন্য চাপ না, তবে দায়িত্ব নিয়ে খেলার মানসিকতা নিয়ে খেলতে হয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball