ভোরে সাদা পোষাকে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ৷ হ্যামিল্টনের স্যাডন পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।
সিরিজ শুরুর আগে ইনজুরিগ্রস্থ বাংলাদেশ স্কোয়াড। নিউজিল্যান্ড সফরের আগেই নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আঙুলের ইনজুরিতে ছিটকে গেছেন। আর ওয়ানডে সিরিজের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন মোহাম্মদ মিঠুন।
তাছাড়া, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম পুরনো পাঁজরের চোটে ভুগছেন৷ ফলে প্রথম ম্যাচের একাদশ সাজাতে বেগ পেতে হবে টাইগার টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিকে, আগেরদিন সংবাদ সম্মেলনে আঁচ পাওয়া গেছে কিউইদের বিপক্ষে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। এমনটা হলে একাদশের বাইরে থাকবেন গত বছর টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তিন ম্যাচের এই টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতলে র্যাঙ্কিংয়ের দুইয়ে থেকে জুলাইয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে খেলবে কিউইরা। ৬৯ রেটিং নিয়ে নয় নম্বরে আছে এখন বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এই দুই অসম শক্তির দলের লড়াইয়ে ফলটা হয়তো আগেই অনেকে আন্দাজ করে নিয়েছেন।

পরিসংখ্যানও বলছে, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনো টেস্ট জিততে পারেনি। এমনকি ড্রও করতে পারেনি। এর মধ্যে ইনজুরি আক্রান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ কতটা লড়াই করতে পারে এটাই এখন দেখার বিষয়।
ভেন্যুঃ স্যাডন পার্ক হ্যামিল্টন।
পিচ ও কন্ডিশনঃ
নিউজিল্যান্ড সফরে ব্যাটিং বান্ধব উইকেটে ওয়ানডে সিরিজে বাংলাদেশের টপঅর্ডার পুরোপুরিই ব্যর্থ হয়েছিল। এবার টেস্ট সিরিজ টাইগারদের ধরাসায়ী করতে সবুজ উইকেটে খেলার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। যেখান থেকে বাড়তি সুবিধা পাবেন পেস বোলাররা। বাংলাদেশ অবশ্য স্পোর্টিং উইকেটের আশা করছে।
নজর থাকবে যাদের উপরঃ
তামিম ইকবাল (বাংলাদেশ): টেস্টে বাংলাদেশের সর্বাধিক রান সংগ্রাহক তামিম। অভিজ্ঞ মুশফিকুর রহীম না খেললে এই ম্যাচে বাড়তি দায়িত্ব বর্তাবে তামিমের কাঁধে। ফলে, বাংলাদেশের ভালো শুরুর অনেকটাই নির্ভর করছে তামিমের ব্যাটে। এখন পর্যন্ত নিউজ???ল্যান্ডের বিপক্ষে ৯টি টেস্ট খেলেছেন তামিম। ব্যাট হাতে ৩৯.৩৭ গড়ে ৬৩০ রান। কিউইদের বিপক্ষে ৬টি অর্ধশতক হাঁকালেও এখনও সেঞ্চুরির দেখা পাননি তামিম। এই সিরিজেই অপূর্ণতা ঘুচাতে চাইবেন তামিম।
কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড): সাম্প্রতিক সময়ে সাদা পোষাকের ক্রিকেটে নিউজিল্যান্ডের দুর্দান্ত পারফর্মেন্সের মূলে আছেন উইলিয়ামসনের চৌকশ অধিনায়কত্ব। ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকেন তিনি। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তার অবস্থান দুই নম্বরে৷ ফলে তার ব্যাটেই নির্ভর করছে নিউজিল্যান্ডের পারফর্মেন্স।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সাদমান ইসলাম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, টড এস্টল, নিল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট, টম লাথাম এবং জিৎ রাভাল।