রাসেলের ফেরার ম্যাচে উইন্ডিজের মুখোমুখি ইংল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে মাঠে গড়াচ্ছে বুধবার। গ্রানাডার সেন্ট জর্জ জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।
সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে না গড়ালেও প্রথম দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে সিরিজের চতুর্থ ম্যাচে জিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দুই দলের। সিরিজের প্রথম ম্যাচে ৩৬০ রানের বড় পুঁজি গড়েও রক্ষা হয়নি উইন্ডিজের।
সেই ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে হারে ৬ উইকেটের ব্যবধানে। অবশ্য দ্বিতীয় ম্যাচে ২৬ রানের ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক উইন্ডিজ। চতুর্থ ম্যাচে উইন্ডিজের একাদশে ফিরতে পারেন সিরিজের চতুর্থ ?? পঞ্চম ওয়ানডের জন্য দলে ডাক পাওয়া আন্দ্রে রাসেল।

তিনি মূলত পেসার কেমার রোচের ইনজুরির কারণে স্কোয়াডে ডাক পেয়েছেন। বিশ্বকাপের আগে আন্দ্রে রাসেলকে নিয়ে পরীক্ষা চালানোর দারুণ এক সুযোগ উইন্ডিজ টিম ম্যানেজমেন্টের।
এদিকে, দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরির কারণে চিন্তায় পড়েছে ইংল্যান্ড। গোড়ালির চোটে ভুগছেন অলরাউন্ডার বেন স্টোকস। আর ক্রিস ওকস ভুগছেন হাঁটুর চোটে। সিরিজের চতুর্থ ম্যাচে দুজনেরই খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
তবে ম্যাচ খেলার মতো ফিট থাকলে দুজনই থাকবেন একাদশে। বিষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের একাদশে জায়গা পাওয়া জনি বেয়ারস্টোও একাদশে থেকে যে পারেন সাম্প্রতিক ফর্মের কারণে।
উইন্ডিজ একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, শিমরন হ্যাটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, শেলডন কটরেল, ওশেন থমাস।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, মার্ক উড।