promotional_ad

বাংলাদেশের পরিকল্পনায় চার পেসার

এবাদত হোসেন
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই পেস বোলারদের জন্য সহায়ক। তাই তাদের ঘরের মাঠে কিউইদের বধ করতে পেস বোলারদের কেন্দ্র করেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।


স্কোয়াডে থাকা চার পেসারকে কিউইদের ২০ উইকেট নেয়ার দায়িত্ব দিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বাংলাদেশ দলের পেসার এবাদত হোসেন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে জানিয়েছেন চার পেসার ২০ উইকেট নিতে পারলেই টেস্ট জেতা সম্ভব।



promotional_ad

'ওখানে যাওয়ার পরে কোচেরও কিছু পরিকল্পনা ছিলো। আমরা আসলে বোলার এবং কোচ মিলে একটি মিটিং করেছিলাম। এটা আসলে আমাদের মিটিং, টিম মিটিং না। আমরা চেয়েছি কিভাবে কাজে লাগানো যায় সবকিছু। কোর্টনি ওয়ালশ আমাদের যে জিনিসটা বললো যে আমরা চারজন মিলে যদি ২০ উইকেট নিতে পারি তাহলে এখানে টেস্ট জেতা সম্ভব।'


নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে মুস্তাফিজুর রহমান। তাছাড়া গত বছরই অভিষেক হয়েছে আবু জায়েদ রাহী ও খালেদ আহমেদের।


অবশ্য এবাদত হোসেনের অভিষেক হয়নি এখনও। টাইগারদের পেস বোলিং কোচ ওয়ালশ এই চার পেসারকে নিয়ে আশাবাদী। কোচ আশাবাদী হওয়ায় এবাদতরাও টেস্ট জেতার স্বপ্ন দেখছেন।



'উনি আমাদের ওপর যথেষ্ট বিশ্বাস রেখেছেন। তিনি আসলে আমাদের নিয়ে অনেক আশাবাদী। আমরা চার জন যদি ২০ উইকেট নিতে পারি আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি টেস্ট জেতার।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball