promotional_ad

তারুণ্যে ভরা দল শাইনপুকুর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত আসরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথমবারের মতো খেলেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। সেবার অবশ্য সুপার লিগ নিশ্চিত করতে পারেনি দলটি, পয়েন্ট টেবিলের আট নম্বরে থেকেই আসর শেষ করতে হয় তাঁদের। এবারের মৌসুমে তারুণ্য নির্ভর দল গড়েছে শাইনপুকুর।


তরুণ ক্রিকেটারে ঠাসা হলেও বোলিং-ব্যাটিংয়ে দারুণ ভারসাম্যও আছে দলটির। এবারের আসরে দলটির নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।


গত আসরের দল থেকে এবারে আফিফ ছাড়াও শুভাগত হোম এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তৌহিদ হৃদয়কে রিটেইন করেছে দলটি। আন্তর্জাতিক ক্রিকেটারের কমতি থাকলেও দলের বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার আছেন এই দলে।



promotional_ad

ব্যাটে-বলে সবসময় ঘরোয়া ক্রিকেটে দাপট দেখানো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন এই দলে। ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম অনিক, সোহরাওয়ার্দি শুভরা আছেন এই তালিকায়।


আফিফ, হৃদয়রা ছাড়াও মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, হামিদুল ইসলাম, টিপু সুলতান, সুজন হাওলাদারের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররাও আছেন দলটিতে। সবমিলিয়ে ব্যাটিং বোলিংয়ে লড়াই করার মতই দল শাইনপুকুর।


দলের মূল ভরসা আফিফ, হৃদয়, শুভাগতদের নিয়ে গড়া দলের মিডল অর্ডার। নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শেষ করে মুস্তাফিজ ডিপিএলে যোগ দিলে অনেকটাই পূর্ণতা পাবে দলের ওপেনিং এবং বোলিং লাইনআপ।


দলের দুর্বলতা হচ্ছে হামিদুল, টিপু ও সুজন হাওলাদারদের নিয়ে গড়া দলের তুলনামূলক অনভিজ্ঞ বোলিং লাইনআপ। তবে দল যেমনই হোক ভালো করার চেষ্টা থাকবে এবারের আসরে, জানিয়েছেন দলের অলরাউন্ডার শুভাগত। দলের পরিশ্রমী ক্রিকেটারদের উপর ভরসা রাখছেন তিনি।



'গত বছরও আমাদের দলে সেরকম বড় নাম ছিল না। কিন্তু টিম কম্বিনেশন ভাল ছিল। নতুন অনেক তরুণ আছে, সাব্বির তারপর সুজন কঠোর পরিশ্রমী সবাই। সে হিসেবে দল হিসেবে ভাল করতে পারছি। দলে কে থাকবে কে সেটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমরা চেষ্টা করব এই স্কোয়াড নিয়েই ভাল করার।'


শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball