promotional_ad

নিয়ম ভেঙ্গে পার পাবে না মোহামেডান

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) টি-টুয়েন্টির প্রথম দিনেই বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান। তিন ক্রিকেটারকে ড্রাফট থেকে দলে নিয়ে আবার বাদ দিতে চাইছে ঢাকা লীগের ঐতিহ্যবাহী দলটি। মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান ও রাহাতুল ফেরদৌসের বদলে শাহাদাত হোসেন, তুষার ইমরান ও সাকলাইন সজীবকে দলে নিয়েছে দলটি।


ডিপিএল নিয়ম অনুযায়ী ড্রাফটের পর দল বদল করা যাবে, কিন্তু দলচ্যুত করার কোনো নিয়ম নেই। সিসিডিএম প্রধান কাজি এনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তাদের বিষয়টি মনে করিয়ে দিয়েছেন।



promotional_ad

মঙ্গলবার তিনি মিডিয়ায় বলেছেন, 'আমি বিষয়টা পত্রিকাতেই দেখেছি। প্রথমত এই বিষয়ে আমি মোহামেডানের ম্যানেজমেন্টের সাথেও আলাপ করেছি। এটা আমার মতে মোহামেডান ক্লাব অফিসিয়াল প্লেয়ারদের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে ফেলবে। প্রথমত এটার কোনো সুযোগই নেই।' 


ড্রাফট থেকে কোনো ক্রিকেটারকে দলে ভেড়ালে সেই ক্রিকেটারকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে বাধ্য দলটি। তা না হলে শাস্তি স্বরূপ টুর্নামেন্ট থেকে দলকে নিষিদ্ধ ও পয়েন্ট কাটার অধিকার রাখে সিসিডিএম।


'যাদেরকে ড্রাফট থেকে নেয়া হচ্ছে বা ড্রাফটের বাইরে থেকে নেয়া হচ্ছে, যদি সেই প্লেয়ার রেজিস্টার হয়, তাহলে সেই প্লেয়ারের পেমেন্ট ও সেই প্লেয়ারের পুরো দায়িত্ব সেই ক্লাবের। যদি প্লেয়ারের পেমেন্ট নিয়ে কোনো প্রশ্ন আসে, তাহলে বিসিবি ও সিসিডিএমের অধিকার আছে সেই দলকে শাস্তি দেয়ার।



'ক্লাবকে নিষিদ্ধ কিংবা পয়েন্ট কাটা হবে। আমার মনে হয় এই দুইটা জিনিস সিসিডিএম মিটিংয়ে বলেছি, ড্রাফট শুরু করেছি এটা বলে। ড্রাফটে থেকে কাউকে নিয়ে তাঁকে খেলাতে চায় কিংবা না চায়, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়। তবে যে চুক্তি হয়েছে, ড্রাফট অনুযায়ী সেটা দিতেই হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball