'অভিজ্ঞ' মুস্তাফিজের টোটকা নিচ্ছেন এবাদতরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের কাছ থেকে টোটকা নিচ্ছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার এবাদত হোসেন। ২৫ বছর বয়সী এই বোলার মুস্তাফিজের সাথে নিউজিল্যান্ডের কন্ডিশনে লাইন এবং লেন্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
ওয়ানডে, টেস্ট এবং টি টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য একজন সদস্য মুস্তাফিজ। সুতরাং তাঁর অভিজ্ঞতাকে নিজেদের পাথেয় হিসেবে মানছেন এবাদত। কিউইদের বিপক্ষে শেষ হওয়া ওয়ানডে সিরিজে খেলেছেন মুস্তাফিজ। তাই টেস্টের আগে তাঁর কাছ থেকে এখানকার উইকেটের আচরণ সম্পর্কে ধারণা নিতে চেয়েছেন টেস্ট স্কোয়াডে থাকা তিন পেসার।

প্রথম টেস্টের আগে সাংবাদিকদের এবাদত বলেন, 'মুস্তাফিজের কিন্তু ওয়ানডে, টেস্ট এবং টি টুয়েন্টিতে অনেক অভিজ্ঞতা আছে। আমি, খালেদ এবং রাহি তাঁকে জিজ্ঞেস করেছিলাম যে কি লেন্থ বল করলে ভালো হবে। সে যেটি বললো যে উইকেটে নতুন বলের ব্যবহার আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর যত ধারাবাহিকভাবে বল করা যায়।'
আলোচনায় উঠে এসেছে সঠিক জায়গায় বল করার ধারবাহিকতা এই কন্ডিশনে বেশি প্রয়োজন। একইসাথে ওভারে উইকেট পাওয়ার মতো দুটি বল করার দিকে গুরুত্ব দিতে বলেছেন মুস্তাফিজ।
'মুস্তাফিজ আরেকটি বিষয় বললো যে আমরা ওভারে যে ছয়টি বল পাই সেখানে আমরা চারটি বল ধারাবাহিকভাবে করবো আর দুটি বল আমরা চেষ্টা করবো যেন উইকেট টেকিং হয়। এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। ওর কাছ থেকে আমরা অনেক সাহায্য পাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রথম ম্যাচে সুযোগ পেলে ভালো করার চেষ্টা করবো,' বলেছেন তরুণ পেসার এবাদত।
উল্লেখ্য চলতি মাসের ২৮ তারিখ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে আশানুরূপ পারফর্ম করতে না পারা টাইগাররা টেস্ট সিরিজ দিয়ে ফিরতে চাইবে ছন্দে।