ধোনিকে সমালোচনা থেকে বাঁচালেন ম্যাক্সওয়েল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশাখাপত্নমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে সমালোচিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির ধীরগতির ব্যাটিং। তবে এক্ষেত্রে ধোনির পক্ষ নিয়েছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল।
ম্যাচটিতে তিন উইকেটে হেরেছিল ভারত। আর প্রথম ইনিংসে ব্যাট করা ধোনি শেষ পর্যন্ত উইকেটে ছিলেন ৩৭ বল খেলে মাত্র ২৯ রান করে! ধোনির ইনিংসের ব্যাপারে ম্যাক্সওয়েল জানান,

'আমার মনে ??য় ইনিংসটি যথেষ্ট ছিল। উইকেট ব্যাটিং উপযোগী ছিল না, ব্যাটসম্যানদের রান করতে কষ্ট হয়েছিল অনেক। ধোনি বিশ্বসেরা ফিনিশার। এমনকি তাঁরও রান করতে কষ্ট হয়েছে।
'তাই শুরু থেকে সে যেভাবে থিতু হয়ে খেলছিল সেটা আমার কাছে সঠিক। সে শেষ ওভারে একটি ছক্কা মেরেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাঁর ছয়ের পরও ভারত মাত্র সাত রান পেয়েছে সেই ওভারে। এখান থেকেই বোঝা যায় উইকেট কেমন কঠিন ছিল।'
দুর্দিনে সতীর্থ জাসপ্রিত বুমরাহকেও কাছে পেয়েছেন ধোনি। ভারতের করা সাত উইকেটে ১২৬ রানের পেছনে ধোনির অবদান আছে বলে মনে করেন বুমরাহ।
'আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। তিনি চেষ্টা করছিলেন শেষ পর্যন্ত উইকেটে থাকার এবং আমাদের নিরাপদ সংগ্রহ এনে দেওয়ার।'