ডিপিএলে দ্বিতীয় দিনে মুখোমুখি আট দল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টি আসরের পর্দা উঠেছে সোমবার দিন। এদিনে মোট খেলা হয়েছে চারটি। মঙ্গলবার দিনও অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল নয়টার ম্যাচে মুখোমুখি হবে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

একই ভেন্যুতে দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং উত্তরা স্পোর্টিং ক্লাব।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। দুপুর ১২.৩০ মিনিটে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
দিনের শেষ ম্যাচে বিকেল ৫.৩০ মিনিটে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচগুলো কোন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে না।
প্রথম দিনের খেলায় জয় পেয়েছে আবাহনী, শাইনপুকুর ও শেখ জামাল। এছাড়া প্রাইম দোলেশ্বর ও বিকেএসপিএর ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, যেখানে জয়ী হয়েছে বিকেএসপি।