কোহলির মতো খেলতে চাইঃ বাবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাশ্মীরে সাম্প্রতিক হামলার জের ধরে ক্রমাগত কথার লড়াই চলছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের। এরই মধ্যে যেন শান্তির সাদা পতাকা ওড়ালেন পাক ব্যাটসম্যান বাবর আজম।
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকে আইডল মানেন তিনি। এমনিতেই 'পাকিস্তানের কোহলি' হিসেবে নামডাক আছে বাবরের। বিষয়টিতে আনন্দ প্রকাশ করে তিনি বলেন,

'কোহলির সঙ্গে তুলনা হতে পারাটা আনন্দের। সে খুবই ধারাবাহিক। তাঁর মানসিকতা বেশ ভালো। যখনই সে ব্যাট করতে নামে, সে তাঁর শতভাগ উজাড় করে দেয়।
'আমি আমার ক্যারিয়ারের শুরুতে আছি। সুতরাং আমার লক্ষ্য হচ্ছে তাঁর মতোই ক্রিকেট খেলা এবং পাকিস্তানের প্রতিটি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।'
২০১৮ সালের শুরু থেকে এখন পর্যন্ত টেস্টে ৫০.৬৬ গড়ে ৭৬০ রান করেছেন বাবর। তবে এখনও নিজের দুর্বলতা নিয়ে কাজ করার ইচ্ছা তাঁর। সব ফরম্যাটে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান হয়েই ক্রিকেট থেকে বিদায় নিতে চান তিনি।
'আমি ভুল থেকে শিখছি। আমার সিনিয়র আজহার আলী এবং আসাদ শফিক থেকেও উপদেশ নিচ্ছি। টেস্ট ক্রিকেটে আমি অনেক বেশি ভালো করতে চাই।
'দক্ষতা, ধৈর্য এবং ফিটনেসের খেলা টেস্ট। তবে আমার লক্ষ্য থাকবে সব ফরম্যাটে পাকিস্তানের সেরা ক্রিকেট হওয়া।'