আরেকটি বিশ্বরেকর্ড কোহলির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে কোন নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে পাঁচশ রানের বেশি করলেন তিনি।
শ্বাসরুদ্ধকর ম্যাচটি অবশ্য তিন উইকেটে হেরে গিয়েছে ভারত। তবে ব্যাটিংয়ে নেমেই রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক।

এদিনে তিনটি চারে কোহলি করেন ১৭ বলে ২৪ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর টি-টুয়েন্টি রান এখন ৫১২, গড় ৫৬.৮৮।
১৪২.৬১ স্ট্রাইক রেটে খেলা কোহলি এখন পর্যন্ত মোট ১৪ টি টি-টুয়েন্টি ইনিংসে ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এখন পর্যন্ত নির্দিষ্ট কোন দলের বিপক্ষে অন্য দলের কোন ব্যাটসম্যান পাঁচশ'র বেশি রান করেনি।
ম্যাচটিতে ভারত হেরে গেলেও আরেকটি রেকর্ড যুক্ত হয়েছে কোহলির নামের পাশে। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ব্যাঙ্গালুরুতে ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।