লো স্কোরিং ম্যাচে শেষ হাসি অস্ট্রেলিয়ার

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশাখাপত্তমে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ভারতকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। শেষ বলে জয় পাওয়া অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে এগিয়েও গিয়েছে।
১২৭ রানের অল্প লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র পাঁচ রানের মধ্যেই মার্কাস স্টয়নিস (১) এবং অ্যারন ফিঞ্চের (০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপরে ৮৪ রানের জুটি গড়েন ডা'রসি শর্ট এবং গ্লেন ম্যাক্সওয়েল।

কিন্তু দলকে জয়ের বন্দরে আনতে আনতে এই দুজনও ফিরে যান। শর্ট করেন ৩৭ রান। এর খানিকক্ষণ আগে ফেরা ম্যাক্সওয়েল করেন ৪৩ বলে ৫৬ রান।
এরপরে আরও কয়েকটি উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। শেষ ওভারে অজিদের জয়ের জন্য প্রয়োজন ১৪ রান। বোলিং করতে আসা উমেশ যাদবকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলে অজিদের জয় নিশ্চিত করেন প্যাট কামিন্স এবং ঝাই রিচার্ডসন।
এর আগে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫০ রান। এটাই ইনিংস সর্বোচ্চ রান ভারতীয়দের।
এছাড়া অধিনায়ক ভিরাট কোহলি করেন ১৭ বলে ২৪ রান। শেষপর্যন্ত ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি। অজিদের হয়ে তিনটি উইকেট নিয়েছেন ন্যাথান কাউন্টার-নাইল। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
ভারতঃ- ১২৬/৭ (২০ ওভার)
(রাহুল ৫০, কাউন্টার-নাইল ৩/২৬)
অস্ট্রেলিয়াঃ- ১২৭/৭ (২০ ওভার)
(ম্যাক্সওয়েল ৫৬, শর্ট ৩৭; বুমরাহ ৩/১৬)