ওয়ার্নারের সঙ্গে তিক্ত সম্পর্ক নেই ব্যানক্রফটের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গত মার্চে বল টেম্পারিংয়ের ঘটনা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। কেপটাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এই কারণে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।


কদিন আগেই ফক্স স্পোর্টসের সাথে এক সাক্ষাৎকারে ব্যানক্রফট জানিয়েছিলেন যে ডেভিড ওয়ার্নারের নির্দেশেই বল টেম্পারিং কান্ডে জড়িয়েছিলেন তিনি। এরপর অ্যাডাম গ্রিলক্রিস্টের সাথে আরেকটি সাক্ষাৎকারে ওয়ার্নারের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কের আভাস মিলেছে।


তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যানক্রফট জানিয়েছেন ওয়ার্নারের সাথে তাঁর কোনো তিক্ত সম্পর্ক নেই। কঠিন সময়ে তিনজনই একে অপরের পাশে ছিলেন বলে জানালেন ব্যানক্রফট।


promotional_ad

‘আমি ডেভের সঙ্গে কথা বলেছি। শুধু আমি নই, আমার মনে হয় আমরা সবাই খুব চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমি জানি এই সময়ে আমরা একে অপরের পাশেই ছিলাম।’


বল টেম্পারিংয়ের ঘটনা পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাওয়াই লক্ষ্য ব্যানক্রফটের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের মতে এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় শিক্ষা। এর সব কিছুই ওয়ার্নারের সঙ্গে ভাগ করেছেন বলে জানালেন ব্যানক্রফট।


‘আমার মনে হয় সবার সামনের দিকে এগিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে বড় শিক্ষা। আমি ডেভের সঙ্গে যখন কথা বলেছি, তখন অনেক কিছুই ওর সঙ্গে ভাগাভাগি করেছি।’


মূলত সবার সঙ্গে ব্যাপারটা ভাগাভাগি করতেই গ্রিলক্রিস্টের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে জানালেন ব্যানক্রফট। মূলত, সবার হৃদয় স্পর্শ করতে ও নিজের অভিজ্ঞতা বর্ননা করতেই তিনি সব কথা খুলে বলেছিলেন এই সাবেক অধিনায়কের কাছে। 


‘আমার মনে হয় আমার ভালো শিক্ষা হয়েছিলো যা সবার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছি। সেই জন্যে গিলক্রিস্টের সঙ্গে সব কিছু ভাগাভাগি করেছি সাক্ষাৎকারে। সবার সঙ্গে ভাগাভাগি করতে চাওয়া ছিলো আমার একক প্রচেষ্টা মাত্র। যাতে করে আমার জীবনের এই সময়ের ঘটনা দিয়ে লোকজনের হৃদয় স্পর্শ করতে পারি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তাদের সহায়তা করতে পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball