promotional_ad

টেস্ট র‍্যাংকিংয়ে বাজিমাত মেন্ডিস ও ফার্নান্ডোর

গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ব্যাট হাতে দারুণ পারফর্ম করার কল্যাণে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বড় ধরণের উন্নতি হয়েছে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবং ওশাডা ফার্নান্ডোর।


শেষ টেস্টে ৮৪ রানের ইনিংস খেলা মেন্ডিস টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১৮ তে উঠে এসেছেন। অপরদিকে অপরাজিত ৭৫ রান করা ফার্নান্ডো ৩৫ ধাপ এগিয়ে ৬৫তম তে অবস্থান করছেন। এই দুই ব্যাটসম্যান ছাড়াও আরেক লঙ্কান ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলারও উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।



promotional_ad

প্রথম ইনিংসে ৪২ রান করা এই ব্যাটসম্যান ৮ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠে এসেছেন। এছাড়াও বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে জায়গা করে নিয়েছেন সেরা ১০০ ব্যাটসম্যানের তালিকায়। 


এদিকে শুধু ব্যাটসম্যানেরাই নন, র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে লঙ্কান বোলারদেরও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে তিন ধাপ এগিয়ে ৩০তম স্থানে চলে এসেছেন পেসার সুরঙ্গা লাকমল।


অপরদিকে ছয় ধাপ উন্নতি নিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিং ৪৩ এ অবস্থান করছেন বিশ্ব ফার্নান্ডো। তবে সবথেকে উন্নতি হয়েছে ডান হাতি পেসার কাশুন রাজিথার। দ্বিতীয় টেস্টএ ৫ উইকেট শিকার করা এই বোলার ৮ ধাপ এগিয়ে ৫১তে উঠে এসেছেন বর্তমানে। 



অবশ্য লঙ্কানদের পাশাপাশি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডুইয়ান অলিভিয়েরও। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৪ উইকেট শিকার করা এই প্রোটিয়া তিন ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball