promotional_ad

শীর্ষ পাঁচে বাংলাদেশীদের জয় জয়কার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


টেস্টে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। শীর্ষ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় তিন জনই বাংলাদেশী।


তালিকার শীর্ষে ৮ ম্যাচে ৭৬৩ রান নিয়ে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ৬৩.৫৮ গড়ে রান করেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ২টি শতক এবং ৪টি অর্ধশতক। 



promotional_ad

সাকিবের পরের স্থানটি দখলে রেখেছেন ওপেনার তামিম ইকবাল। ৯টি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯.৩৭ গড়ে ৬৩০ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৬টি অর্ধশতক। 


সাবেক কিউই তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম আছেন এর পরের স্থানে। বাংলাদেশের বিপক্ষে অবসরের আগে ৯টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ৫৫.৮০ গড়ে ৫৫৮ রান নিয়েছেন তিনি। তাঁর রয়েছে ২টি শতক এবং ১টি অর্ধশতক। 


চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মমিনুল হক। মাত্র ৩টি টেস্টে কিউইদের মুখোমুখি হয়েছেন তিনি এখন পর্যন্ত। ১১৫.৭৫ গড়ে এই কয়েক ম্যাচে তাঁর সংগ্রহ ৪৬৩ রান। হাঁকিয়েছেন ২টি শতক এবং ১টি অর্ধশতক। 



নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর আছেন মমিনুলের ঠিক পরের স্থানটিতে। পঞ্চমে থাকা এই কিউই বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। ৪৪.৩০ গড়ে ৪৪৩ রান করেছেন তিনি। তাঁর রয়েছে ৫টি অর্ধশতক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball