শীর্ষ পাঁচে বাংলাদেশীদের জয় জয়কার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্টে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। শীর্ষ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় তিন জনই বাংলাদেশী।
তালিকার শীর্ষে ৮ ম্যাচে ৭৬৩ রান নিয়ে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। কিউইদের বিপক্ষে ৬৩.৫৮ গড়ে রান করেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ২টি শতক এবং ৪টি অর্ধশতক।

সাকিবের পরের স্থানটি দখলে রেখেছেন ওপেনার তামিম ইকবাল। ৯টি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৯.৩৭ গড়ে ৬৩০ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৬টি অর্ধশতক।
সাবেক কিউই তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম আছেন এর পরের স্থানে। বাংলাদেশের বিপক্ষে অবসরের আগে ৯টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ৫৫.৮০ গড়ে ৫৫৮ রান নিয়েছেন তিনি। তাঁর রয়েছে ২টি শতক এবং ১টি অর্ধশতক।
চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মমিনুল হক। মাত্র ৩টি টেস্টে কিউইদের মুখোমুখি হয়েছেন তিনি এখন পর্যন্ত। ১১৫.৭৫ গড়ে এই কয়েক ম্যাচে তাঁর সংগ্রহ ৪৬৩ রান। হাঁকিয়েছেন ২টি শতক এবং ১টি অর্ধশতক।
নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর আছেন মমিনুলের ঠিক পরের স্থানটিতে। পঞ্চমে থাকা এই কিউই বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন। ৪৪.৩০ গড়ে ৪৪৩ রান করেছেন তিনি। তাঁর রয়েছে ৫টি অর্ধশতক।