promotional_ad

জুটির বিশ্ব রেকর্ডে জাজাই-গনি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টুয়েন্টি ক্রিকেটে জুটির বিশ্ব রেকর্ড গড়েছেন আফগান দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং উসমান গনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুনে ২৩৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। এটি যে কোন উইকেটে টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জুটি।


টসে জিতে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকেই ব্যাট হাতে তান্ডব চালাতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ইনিংসের ১৭.৩ ওভার পর্যন্ত ব্যাটিং করেছেন এই দুই ওপেনার। ৪৮ বলে ৭৩ রানের ইনিংস খেলা গনি আউট হলে ২৩৬ রানের জুটি ভাঙ্গে তাঁদের।



promotional_ad

রেকর্ডের পাতায় ইতিমধ্যে সর্বোচ্চ রানের জুটিতে লেখা হয়ে গেছে জাজাই-গনির নাম। এই জুটিতে সিংহভাগ রান এসেছিল জাজাইয়ের ব্যাট থেকে। ৫৭ বলে ১৪৫ রান সংগ্রহ করেছেন এই বাঁহাতি।


জুটির দ্বিতীয় রেকর্ডটি ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলি এবং দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ২২৯ রান সংগ্রহ করেছিলেন এই দুই জন। ২০১৬ সালের আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে এই জুটি গড়েন কোহলি এবং ভিলিয়ার্স।


বিশ্ব ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ জুটি অ্যারন ফিঞ্চ এবং ডার্সি শর্টের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২২৩ রান সংগ্রহ করেছেন এই দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।



তালিকার চতুর্থতে আবারও আছে কোহলি এবং ভিলিয়ার্স। ২০১৫ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২১৫ রানের জুটি গড়েন এই দুই ডানহাতি।


ভারতের সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে তৃতীয় উইকেট জুটিতে ২১৩ রান সংগ্রহ করেন শ্রেয়াস আইয়ার এবং সূর্যকুমার যাদব। যা টি-টুয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ জুটির তালিকায় পঞ্চম স্থানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball