promotional_ad

জাজাইয়ের বিশ্ব রেকর্ড!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্ব রেকর্ড গড়েছেন আফগানিস্তানের বাঁহাতি ওপেনার হজরতুল্লাহ জাজাই! আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের মালিক এখন আফগান এই ক্রিকেটার।


দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন জাজাই। ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ৬২ বলে ১৬২ রানের ইনিংস খেলেছেন এই বাঁহাতি।



promotional_ad

২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৬ রানের ইনিংসে ১৪টি ছয় হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। এতদিন ধরে ফিঞ্চ ছিলেন এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের মালিক।


তাঁর রেকর্ড ২০১৯ সালে এসে ভাঙ্গলেন আফগান তরুণ জাজাই। তৃতীয় সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকান ডানহাতি ব্যাটসম্যান রিচার্ড লেভির।


হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১২ সালে এক ইনিংসে ১৩টি ছয় হাঁকিয়েছিলেন লেভি। সে ম্যাচে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলেন এই ডানহাতি।



এক ইনিংসে সর্বোচ্চ ছয় হাঁকানোর রেকর্ডে চতুর্থ স্থানটি উইন্ডিজ বাঁহাতি ব্যাটসম্যান এভিন লুইসের। কিংসটনে ভারতের বিপক্ষে ১২টি ছয়ে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছেন এই ক্যারিবিয়ান।


পঞ্চম স্থানে আছেন টি-টুয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ১১টি ছয় হাঁকিয়েছেন তিনি, ম্যাচটি ছিল ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball