শ্রীলংকা সেরা দলঃ ডু প্লেসিস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডারবানে সিরিজের প্রথম ম্যাচে এক উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে দুই ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে সফরকারী শ্রীলঙ্কা। এই হারের পর লঙ্কানদের 'সেরা' মানছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
ঘরের মাঠে প্রোটিয়ারা সর্বশেষ হোয়াইটওয়াশ হয়েছিলো অস্ট্রেলিয়ার কাছে, ২০০৬ সালে। এর আগে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তাঁরা। এবার তৃতীয় দল হিসেবে প্রোটিয়াদের এমন লজ্জা দিলো শ্রীলঙ্কা।

হার মেনে নেওয়ার দিন কোন অজুহাতই দেখাননি প্রোটিয়া অধিনায়ক। দলের ব্যাটসম্যানদের দুর্বল মানসিকতাই ভরাডুবির কারণ বলে মনে করছেন তিনি।
'আমি যখনই ব্যাট করতে গিয়েছি, আমার কাছে উইকেটটিকে ব্যাটিং সহায়ক বলেই মনে হয়েছে। মনস্তাত্ত্বিকভাবে কিছুটা দুর্বলতা ছিল আমাদের। যার কারণে সহজেই উইকেট বিলিয়েছি আমরা।
'তাঁরা আমাদের থেকে ভালো দল, ঘরে এবং ঘরের বাইরে দুই জায়গাতেই। তাঁদের মাঠেও আমরা ভালো খেলিনি। শ্রীলংকা এবার এখানে আসলো, এবারও কোন অজুহাত দেওয়া ঠিক হবে না।'
পোর্ট এলিজাবেথ টেস্টের দুই ইনিংসে ২২২ এবং ১২৮ রান করে অলআউট হয়েছে আফ্রিকা। শ্রীলংকা তাঁদের প্রথম ইনিংসে ১৫৪ রান করে পিছিয়ে থাকলেও ম্যাচের শেষ ইনিংসে করেছে দুই উইকেটে ১৯৭ রান।