বিশ্বরেকর্ডের ম্যাচে সিরিজ জিতল আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেরাদুনে হজরতউল্লাহ জাজাইয়ের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে এদিনে বেশ কয়েকটি বিশ্বরেকর্ডও গড়েছে আফগানরা।
আগে ব্যাট করে ২০ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে দলটি করেছে ২৭৮ রান, যা বিশ্বরেকর্ড। এদিনে জাজাই খেলেছেন ৬২ বলে ১৬২* রানের বিধ্বংসী এক ইনিংস। হাঁকিয়েছেন ১১ টি চার এবং ১৬ টি ছক্কা।
ইতিপূর্বে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ইনিংসে এতো বেশি ছক্কা হাকায়নি কোন ব্যাটসম্যান। মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন জাজাই। অপরপ্রান্তে দাঁড়ানো আরেক ওপেনার উসমান গনিও খেলেছেন মারকুটে ইনিংস।

৪৮ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৭৩ রান করে ফিরে যান তিনি। এই দুই ওপেনারের উদ্বোধনী জুটি টিকেছে ২৩৬ রান পর্যন্ত, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।
শেষদিকে ৫ বলে ১৭ রানের ক্যামিও খেলে ফিরেছেন দলের অলরাউন্ডার মোহাম্মদ নবী। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী সূচনা করে আইরিশরাও।
উদ্বোধনী জুটিতে তাঁরা করেছে ১২৬ রান। ২৫ বলে দুই চার ও দুই ছক্কায় ৩৭ রান করে ফিরে যান কেভিন ও'ব্রায়েন। তবে আইরিশদের হয়ে বড় রকমের তাণ্ডব চালাচ্ছিলেন পল স্টার্লিং।
৫০ বলে ১২ টি চার ও দুইটি ছক্কায় ৯১ রান করে তিনি ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা। শেষপর্যন্ত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে তাঁরা। আফগানদের হয়ে চার উইকেট নিয়েছেন রশিদ খান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
আফগানিস্তানঃ- ২৭৮/৩ (২০ ওভার)
(জাজাই ১৬২*, গনি ৭৩; র্যাঙ্কিন ১/৩৫)
আয়ারল্যান্ডঃ- ১৯৪/৬ (২০ ওভার)
(স্টার্লিং ৯১; রশিদ ৪/২৫)