সিরিজ খুইয়ে র্যাংকিংয়ে অবনমন দক্ষিণ আফ্রিকার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ তে সিরিজ হেরে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তৃতীয়তে নেমে গিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ১১০ পয়েন্ট নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু করা প্রোটিয়াদের বর্তমান পয়েন্ট ১০৫।
অপরদিকে দক্ষিণ আফ্রিকাকে টপকে ১০৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে উঠে এসেছে নিউজিল্যান্ড। এই অবস্থান ধরে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে জয় পেতে হবে কিউইদের।
এদিকে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে পরাজিত করার পর ৪টি পয়েন্ট বৃদ্ধি পেলেও ষষ্ঠ অবস্থানেই থাকছে শ্রীলঙ্কা। বর্তমানে তাদের সর্বোমোট পয়েন্ট সংখ্যা ৯৩।
তালিকার শীর্ষে ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান ভিরাট কোহলির ভারতের। চতুর্থ এবং পঞ্চমে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১০৪) এবং ইংল্যান্ড (১০৪)। আর বাংলাদেশের অবস্থান নবমে। তাদের রেটিং পয়েন্ট ৬৯।
শীর্ষ ১০ টেস্ট দলঃ

১। ভারত- ১১৬
২। নিউজিল্যান্ড- ১০৭
৩। দক্ষিণ আফ্রিকা- ১০৫
৪। অস্ট্রেলিয়া- ১০৪
৫। ইংল্যান্ড- ১০৪
৬। শ্রীলঙ্কা- ৯৩
৭। পাকিস্তান- ৮৮
৮। উইন্ডিজ- ৭৭
৯। বাংলাদেশ- ৬৯
১০ জিম্বাবুয়ে- ১৩