promotional_ad

নান্নু-হেলমটদের এক হাত নিলেন আশরাফুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে বেশি ম্যাচে সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে শেষ চারে জায়গা করে নেয়া ভাইকিংসের জার্সিতে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। তিন ম্যাচে তাঁর স্কোর ছিল ৩, ২২ ও ০। 


চিটাগং ভাইকিংস ফ্রেঞ্চাইজির টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও প্রধান কোচের পদে ছিলেন সাইমন হেলমট। হেলমট আবার বাংলাদেশ 'এ' দল ও হাই পারফর্মেন্স ইউনিটের দেখভাল করে থাকেন। আশরাফুলের ফিটনেস নিয়ে আগে থেকেই সন্তুষ্ট ছিলেন না সাবেক অধিনায়ক নান্নু। 



promotional_ad

বিপিএলে প্রথম দুই ম্যাচে আশরাফুলকে সুযোগ দেয়ার পর তাঁর বদলী হিসেবে তিন নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি। ১১ ম্যাচে ৩ ফিফটিতে ৩০৭ রান করেছেন এই ডানহাতি। আশরাফুলের দাবি, আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে ভালো পারফর্মেন্স করতে পারতেন তিনি। 


'বিপিএলটা অতটা ভালো হয়নি। সুযোগ আমি একটু কম পেয়েছি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর আসলে ড্রপ হয়ে যাওয়াটা একটু হতাশই ছিলাম। বিসিএলটা ভালো হয়েছিল। বিপিএলটা যদি সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত,' মিরপুরের একাডেমী মাঠে সাংবাদিকদের বলেছেন তিনি।


এবার আশরাফুলের চোখ ঢাকা প্রিমিয়ার লীগে। মোহামেডানের জার্সিতে দেখা যাবে গতবারের ডিপিএলে পাঁচ সেঞ্চুরি হাঁকানো এই জনপ্রিয় ক্রিকেটারকে। ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। অতীতের সুখস্মৃতি স্মরণ করে তিনি বলেছেন,



'দলটা খুব চমৎকার হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবার স্বপ্ন থাকে আবাহনী মোহামেডানে খেলার। আমি অতীতেও দুইবার খেলেছিলাম। এর আগে শেষ যেবার খেলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ঢাকা প্রিমিয়ার লীগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball