তবুও সেরা একাদশ সাজানোর প্রত্যাশা রোডসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সেরা একাদশ নিয়ে খেলার প্রত্যাশা করছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডসের। ইনজুরির কারণে বর্তমানে বেশ জর্জরিত অবস্থার মধ্যে আছে টাইগাররা।
সাকিব এবং তাসকিনের পর এবার ইনজুরির কবলে পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। ফলে তাঁর টেস্ট সিরিজে খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরপরেও ইংলিশম্যান রোডস আশাহত হচ্ছেন না। ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টকে সামনে রেখে তিনি বলেছেন,

'ইনজুরি নিয়ে আমরা এখানে কিছুটা সমস্যায় পড়েছি। তবে আমাদের মেডিক্যাল টিম যথেষ্ট ভালো এবং আশা করি তাঁরা এই বিষয় নিয়ে তৎপর থাকবে। আর আমরা আমাদের সেরা একাদশ নির্বাচন করতে পারবো।'
১১ জন ফিট ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজানোর ইচ্ছা রোডসের। পূর্ণ ফিটনেস ছাড়া ক্রিকেটারদের খেলানো হলে সেক্ষেত্রে বড় ধরণের ঝুঁকি থেকেই যায়, মতামত এই ইংলিশ কোচের। রোডসের ভাষ্যমতে,
'এটি (ইনজুরি) নিয়ে আসলে তেমন চিন্তার কিছু নেই। একটি স্কোয়াডে ইনজুরি থাকবেই, তবে এটি একটি ফ্যাক্টর হতে পারে সিরিজ যত সামনে গড়াবে। আমরা আশা করছি ১১জন ফিট ক্রিকেটারকে নিয়ে টেস্ট সিরিজ শুরু করতে পারবো। আপনি যদি ফিট না থাকেন, তখন ঝুঁকি থেকেই যায়।'