সাদমানের নতুন অভিজ্ঞতা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথমবারের মতো খেলতে গিয়েছেন ২৩ বছর বয়সী ওপেনার সাদমান ইসলাম অনিক। নতুন এই অভিজ্ঞতা অবশ্য বেশ ভালোই উপভোগ করছেন তিনি। কেননা মাত্র ৮ দিন আগে কিউইদের মাটিতে পা রাখা এই ক্রিকেটার এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন প্রস্তুতি ম্যাচে।
টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ৬৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন সাদমান। প্রথম দিন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। নিউজিল্যান্ডের প্রচুর বাতাসের মাঝে ব্যাট করে সাফল্য পাওয়া সাদমান বলেছেন,

'আমি তো মাত্র ৮ দিন আগে এসেছি, আসার পর যেমন অনুশীলন করেছি এই জায়গায় প্রতিদিনই এমন বাতাস ছিলো। আমি চেষ্টা করেছি বাতাসের সাথে মানিয়ে নিয়ে খেলার। আজ অপেক্ষা করে ব্যাটিং করেছি। শেষ পর্যন্ত দেখেছি যে বল কেমন হয় আর কিরূপ সুইং খেলতে হবে।'
টেস্ট সিরিজ শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে আসায় কন্ডিশনের সাথে নিজেকে মানিয়ে নিতে সুবিধা হয়েছে সাদমানের। প্রস্তুতি ম্যাচে ভালো করার পর এবার মূল ম্যাচেও সাফল্য পাওয়ার প্রত্যাশা তাঁর। সাদমানের ভাষ্যমতে,
'এই কয়দিন আমাকে যেভাবে ব্যাটিং করানো হয়েছে আমাকে, তেমন আজকে যেমন ব্যাটিং করলাম আমার কাছে মনে হয়েছে যে আগে আসার কারণে হয়তো একটু মানিয়ে নিতে পেরেছি। আসল ম্যাচগুলোতে যদি এমন শুরু করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। যেমন ব্যাটিং করেছি আরও লম্বা ইনিংস খেলতে চাই।'