promotional_ad

প্রমাণের মঞ্চ পাওয়ায় সন্তুষ্ট নাদিফ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারদের বিপিএল ছাড়া টি-টুয়েন্টি ফরম্যাটে খেলার সুযোগ নেই বললেই চলে। যার ফলে এই ফরম্যাটে সামর্থ্যের প্রমাণ দেয়ার সুযোগও পায় না অধিকাংশ বাংলাদেশি ক্রিকেটাররা। স্থানীয়দের চাহিদা থেকেই শেষ পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করছে দেশের ক্রিকেট কর্তারা। সক্ষমতা প্রমাণ করার মঞ্চ পাওয়ায় সন্তুষ্ট বিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা নাদিফ চৌধুরী।


আসরে মাত্র একটি ম্যাচ খেলার স???যোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান নাদিফ। কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস গেইলের সাথে ওপেনার হিসেবে নেমেছিলেন তিনি। দারুণ শুরু পেয়েছিলেন, ১২ বলের ইনিংসে তিনটি ছয় এবং দুই চারে ২৭ রান তুলেছেন নাদিফ। এক ম্যাচ সুযোগ পেয়েই প্রমাণ দিয়েছেন সামর্থ্যের। 



promotional_ad

কিন্তু যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় টি-টুয়েন্টিতে নিজের ফর্ম ধরে রাখা স্থানীয় ক্রিকেটার জন্য অনেক বড় চ্যালেঞ্জের। তাই ডিপিএলের টি-টুয়েন্টি টুর্নামেন্টটি দেশীয় ক্রিকেটারদের সুযোগ করে দিবে স্বল্প ওভারের ফরম্যাটে অভ্যস্ত হওয়ায়।


'আমার মনে হয় খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কারণ এখান থেকে নতুন প্লেয়ার উঠে আসতে পারবে যেই সুযোগটা পায় না সবাই। যদিও অনেক ছোট টুর্নামেন্ট, তারপরও একটা ভালো সুযোগ থাকবে লোকাল নতুন প্লেয়ারদের জন্য। আমার মনে হয় অনেক ভালো হবে,' শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন মোহামেডানের ক্রিকেটার নাদিফ।


বিপিএলের এক ম্যাচের পারফর্মেন্স তাঁকে আত্মবিশ্বাস যোগাবে আসন্ন প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি টুর্নামেন্টে। ২৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির জন্য শুক্রবার থেকে অনুশীলনে নেমেছে দলগুলো। যেখানে মিরপুরের একাডেমী মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান, লিজেন্ড অব রুপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর অনুশীলন করেছে।



অনুশীলন শেষে গনমাধ্যমকে মোহামেডানের ৩১ বছর বয়সী ব্যাটসম্যান নাদিফ বলেন 'অবশ্যই বিপিএলের ওই ইনিংসের পর অবশ্যই আমার আত্মবিশ্বাস আগের থেকে ভালো। অবশ্যই ওই আত্মবিশ্বাস ভবিষ্যতে ভালো কাজ করবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball