promotional_ad

ডিপিএল টি-টুয়েন্টি 'ড্রেস রিহার্সাল' নয়

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্লাব কর্তারা নতুন টি-টুয়েন্টি লিগকে ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লীগের 'ড্রেস রিহার্সাল' হিসেবে গণ্য করছে। তবে ক্রিকেটাররা ভাবছে ভিন্ন দৃষ্টিতে। শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন, প্র্যাকটিস টুর্নামেন্ট হলেও সব দলই খেলবে শিরোপা জেতার লক্ষ্যে। সেরা পারফর্মেন্স দিয়ে সব দলই চাইবে চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিতে। সব মিলিয়ে প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাশা সোহানের।


শুক্রবার থেকে দল গুলো ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টির প্রস্তুতি শুরু করেছে। মিরপুরের একাডেমী মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মোহামেডান, লিজেন্ড অব রুপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর অনুশীলন করেছে।



promotional_ad

মিরপুরে আসন্ন টি-টুয়েন্টি লীগ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সোহান বলেন, 'আসলে আপনি যতই মনে করে যে এটা প্রস্তুতি টুর্নামেন্ট, খেলা শুরু হলে সবাই ওইভাবেই নেয়। সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বা ফাইনালে খেলার জন্যই খেলবে। শেষ পর্যন্ত দেখবেন প্রতিযোগিতা হবে। যারা ভালো করতে তাঁরাই জিতবে।'


একই সাথে মূল আসরের আগে ছোট পরিসরে টি-টুয়েন্টি লীগ খেলার মাধ্যমে ক্লাব গুলো দ্রুত স্কোয়াড গুছিয়ে নিতে পারবে। 'অবশ্যই প্রিমিয়ার লীগের আগে এই টুর্নামেন্ট সবাইকে উজ্জীবিত করবে ভালো খেলার জন্য,' বলেছেন সোহান।


ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেটের নতুন এই ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট। মার্চের ৩ তারিখ মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই লিগের।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball