promotional_ad

চোখ ডিসেম্বরের বিপিএলে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগ টি-টুয়েন্টিতে অংশ নেয়া ক্রিকেটারদের জন্য ছোট ফরম্যাটের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহানের বিশ্বাস, চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম আসরের জন্য ডিপিএল টি-টুয়েন্টির পারফর্মেন্স স্থানীয় ক্রিকেটারদের উন্নতিতে বড় ভূমিকা রাখবে।


বিপিএল দেশের একমাত্র টি-টুয়েন্টি টুর্নামেন্ট হওয়ায় স্থানীয় ক্রিকেটাররা বিদেশি বিশেষজ্ঞ টি-টুয়েন্টি ক্রিকেটারদের সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। বছরে একবার বিপিএল আসলেও টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভাব হাড়েহাড়ে টের পায় ক্রিকেটাররা। 



promotional_ad

বড় মঞ্চের চাপের সাথে স্কিলের পরীক্ষায় এগিয়ে থাকে সেই বিদেশি বিশেষজ্ঞ টি-টুয়েন্টি ক্রিকেটাররা। তাই জোর দাবি ছিল, আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্টের, যেখানে স্থানীয়রা শাণিত করতে পারবে তাদের টি-টুয়েন্টি স্কিল। 


শুক্রবার মিরপুরের একাডেমী মাঠে ডিপিএল অনুশীলন শুরুর প্রথম দিন সোহান বলেছেন, 'বিপিএলে হয়তো কিছু সংখ্যক প্লেয়ার খেলে। কিন্তু দিন শেষে আমাদের প্লেয়ারদের জন সবচেয়ে বড় আসর হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগ। 


'এমন আসরে টি-টুয়েন্টি থাকা মানে, যারা বিপিএলে সুযোগ পাচ্ছে না। তাদের জন্য একটা বড় সুযোগ। হয়তো এখানে একটু ভালো করে সামনের ডিসেম্বরে আবার বিপিএল আসবে। এটা অনেক বড় সুযোগ তাদের জন্য। আমি মনে করি সবার জন্যই এটা খুব ভালো হবে।'



প্রায় দুই সপ্তাহ দীর্ঘ ছোট পরিসরের এই টি-টুয়েন্টি টুর্নামেন্টটি ক্রিকেট কর্তারা ওয়ানডে ফরম্যাটের প্রিমিয়ার লীগের ড্রেস রিহার্সাল হিসেবে দেখছে। কিন্তু শেখ জামালের কাপ্তান সোহানের ভাবনা ভিন্ন। 


'আসলে আপনি যতই মনে করে যে এটা প্র্যাকটিস টুর্নামেন্ট, খেলা শুরু সবাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবে বা ফাইনালে খেলার জন্যই খেলবে। শেষ পর্যন্ত দেখবেন প্রতিযোগিতা হবে। যারা ভালো করতে তাঁরাই জিতবে। অবশ্যই প্রিমিয়ার লীগের আগে এই টুর্নামেন্ট সবাইকে উজ্জীবিত করবে ভালো খেলার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball