promotional_ad

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে অ্যাস্টল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। ১৩ সদ্যসের ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল।


ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালের মার্চে শেষ টেস্ট খেলেছিলেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। হাটুর ইনজুরির কারণে তাঁকে সেই সিরিজের সবগুলো টেস্ট খেলা হয়নি তাঁর।



promotional_ad

ইনজুরি থেকে টাইগারদের বিপক্ষে কিউই দলে ডাক পেয়েছেন তিনি। গত বছরের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার অ্যাজাজ পেটেলকে বসিয়ে অ্যাস্টলকে জায়গা দিয়েছেন নির্বাচকরা।


দলের টডের অন্তর্ভুক্তি নিয়ে নিউজিল্যান্ডের নির্বাচক গেভিন লারসেন বলেন, 'টড আবার ফিট হয়ে ফিরে এসেছে এটা আমাদের জন্য ভালো দিক। নিউজিল্যান্ডের কন্ডিশনে তাঁর রিস্ট স্পিন কেমন প্রভাব ফেলে তা দেখতে আমরা মুখিয়ে আছি। সে ব্যাট হাতেও পারদর্শী।'


এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলার সুযোগ হয়েছে টডের। যেখানে চার উইকেট রয়েছে তাঁর নামের পাশে।



আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৮ মার্চ এবং ১৬ মার্চ হবে বাকি দুইটি ম্যাচ। এর আগে ২৩ তারিখ একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।


নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জীৎ রাভাল, রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টড অ্যাস্টল, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, উইল ইয়ং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball